পশ্চিমবঙ্গ

west bengal

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ, প্রতিবাদে 48 ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট

By

Published : Mar 9, 2021, 9:49 PM IST

Updated : Mar 10, 2021, 5:04 PM IST

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে 15 ও 16 মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশন ৷ অন্যদিকে, 13 তারিখ মাসের দ্বিতীয় শনিবার থাকায় টানা 4 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

all-india-nationalized-banks-officers-federation-calls-for-bank-strike-on-15-and-16-march
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ, প্রতিবাদে 48 ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট

কলকাতা, 9 মার্চ : 2021-22 কেন্দ্রীয় বাজেটে আবারও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ তারই প্রতিবাদে ফের একবার 48 ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশন ৷ আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ, 15 এবং 16 মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, পুঁজিপতিদের এবার আর ঋণমকুব নয়, সরাসরি ব্যাঙ্ক উপহার দিতে চলেছে কেন্দ্র ৷

ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার কথা জানিয়েছেন ৷ এমনকি বিমা সংস্থায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথও প্রশস্ত করেছে কেন্দ্র ৷ যা ভবিষ্যতে সাধারণ মানুষের সঞ্চয়কে বড় সংকটের মুখে ঠেলে দেবে বলে অভিযোগ করেছে এই সর্বভারতীয় ব্যাঙ্ক সংগঠনটি ৷ অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব সঞ্জয় দাস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘জনধন, অটল পেনশন, মুদ্রা লোন থেকে কৃষি ঋণ এমনকি আধার থেকে গতিধারা সব সরকারি প্রকল্প বাস্তবায়িত করেছে রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলি ৷ এমনকি প্রত্যন্ত গ্রামেও ব্যাঙ্কিং পরিষেবার একমাত্র পন্থা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ করোনা মহামারির সময়েও সরকারের দেওয়া 500 টাকাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই ব্যাঙ্কগুলিই ৷ আর বর্তমানে সেই ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের মতো সমস্যায় পড়েছে ৷ ফলে সাম্প্রতিক বছরগুলিতে অধিকাংশ ব্যাঙ্ক আর্থিক ক্ষতির শিকার হয়েছে । বারবার বলা সত্ত্বেও সরকার বড় বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । আর এখন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ এর উদ্দেশ্য হচ্ছে পুঁজিপতি এবং ঋণ খেলাপিদের হাতে সাধারণ মানুষের সঞ্চয় তুলে দেওয়া ৷’’

ব্যাঙ্ক সংগঠনের যুগ্ম মহাসচিবের বক্তব্য

আরও পড়ুন :ব্য়াঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তে হতাশ কর্মীরা

ব্যাঙ্ক সংগঠনের যুগ্ম মহাসচিব জানিয়েছেন, ‘‘আগামী দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে সুরাহা না হলে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হবে ৷ এই পরিস্থিতিতেও আমরা ভোটের ডিউটি করব ৷’’ এই দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে রাজ্যের 6 হাজার এটিএম এবং 5 হাজার শাখা ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ দেশ জুড়ে অন্তত 5 লক্ষ শাখা ব্যাঙ্ক বন্ধ থাকবে ধর্মঘটের কারণে ৷ এর জেরে আর্থিক লেনদেনেও ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন সঞ্জয় দাস ৷ অন্যদিকে মাসের দ্বিতীয় শনিবার পড়ায় আগামী 13 তারিখও ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ফলে 13 ও 14 ব্যাঙ্ক ছুটি এবং 15 এবং 16 মার্চ ধর্মঘট ৷ সব মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা ৷

Last Updated : Mar 10, 2021, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details