পশ্চিমবঙ্গ

west bengal

Dengue Prevention Campaign : পশ্চিম বর্ধমান-বীরভূম-বাঁকুড়াকে নিয়ে ডেঙ্গি প্রতিরোধের প্রশিক্ষণ শিবির দুর্গাপুরে

By

Published : May 7, 2022, 11:52 AM IST

Updated : May 7, 2022, 1:14 PM IST

Training Camp With Municipal Workers Involved in Dengue Prevention Campaign in Durgapur
Training Camp With Municipal Workers Involved in Dengue Prevention Campaign in Durgapur

দুর্গাপুরে ডেঙ্গি প্রতিরোধ অভিযানে যুক্ত পৌরকর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রাজ্য স্বাস্থ্য দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতর (Training Camp With Municipal Workers Involved in Dengue Prevention Campaign in Durgapur) ৷ যেখানে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলার সব পৌরনিগম এবং পৌরসভার ডেঙ্গি প্রতিরোধ অভিযানের কর্মীরা উপস্থিত ছিলেন ৷

দুর্গাপুর, 7 মে :পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া- তিন জেলার ডেঙ্গি অভিযানের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিল পুর ও নগরোন্নয়ন দফতর ৷ কিভাবে কীটনাশক স্প্রে করলে দ্রুত মশার লার্ভা নষ্ট হবে ? কোন কোন কীটনাশক মেশাতে হবে ? সেই সব বিষয় নিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ (Training Camp With Municipal Workers Involved in Dengue Prevention Campaign in Durgapur) ৷ শুক্রবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের পুর ও নগরোন্নয় দফতর এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷

জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে রাজ্যে বর্ষার মরশুম শুরু হয়ে যাবে ৷ তার আগে ডেঙ্গি রোধে নিযুক্ত পৌরসভার কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ সেই প্রশিক্ষণ শিবিরে এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলার সব পৌরনিগম ও পৌরসভার ডেঙ্গি অভিযানে যুক্ত কর্মীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ কিভাবে, কতটা পরিমাণে কীটনাশক মেশাতে হবে ? এমনকি তা কিভাবে স্প্রে করলে দ্রুত মশার লার্ভা নষ্ট হবে ? সেই সব শেখানো হয় পৌরকর্মীদের ৷

আরও পড়ুন : Dengue Scare in School : দীর্ঘদিন সংস্কার হয়নি স্কুলের মধ্যে থাকা পুকুরের, বাড়ছে ডেঙ্গির আশঙ্কা

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগরের স্বাস্থ্য আধিকারিকরা ৷ পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ভবনের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁদের তত্ত্বাবধানে চলে এই প্রশিক্ষণ শিবির ৷

Last Updated :May 7, 2022, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details