পশ্চিমবঙ্গ

west bengal

মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 5:09 PM IST

Updated : Dec 11, 2023, 5:40 PM IST

Mohan Yadav to be new Madhya Pradesh Chief Minister: মধ্যপ্রদেশের ভার মোহন যাদবের উপরেই রাখতে চাইল বিজেপি ৷ শিবরাজ সিং চৌহানের 'লাডলি বহেনা'র দায়ভারও এবার সামলাবেন মোহন যাদব ৷

Etv Bharat
Etv Bharat

ভোপাল, 11 ডিসেম্বর: 'মামা' জমানা শেষ ! এবার মধ্যপ্রদেশের ভার মোহন যাদবের উপরেই রাখতে চাইল বিজেপি ৷ শিবরাজ সিং চৌহানের 'লাডলি বহেনা'র দায়ভারও এবার সামলাবেন মোহন যাদব ৷ অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে বিধানসবার অধ্যক্ষ করতে চলেছে বিজেপি ৷

ছত্তিশগড়ের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখও সেই পিছিয়ে পড়া জনজাতি থেকেই করল গেরুয়া শিবির ৷ যে বিষয় নিয়ে বারবার কংগ্রেসের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে বিজেপি, লোকসভা ভোটের আগে এবার সেই মিথ কার্যত ভাঙতে চাইছে পদ্ম শিবির ৷ শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন মোহন যাদব ৷ এবার তাঁকেই মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাল ভারতীয় জনতা পার্টি ৷ পাশাপাশি রাজ্যে দুইজন উপ-মুখ্যমন্ত্রীও থাকবেন বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে বিজেপির পছন্দ জগদীশ দেবদা এবং রাজেশ শুক্লা।

মোহন যাদব 2013 সালে উজ্জয়িনী দক্ষিণের আসন থেকে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। 2018 সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন এবং উজ্জয়িনী দক্ষিণ আসন থেকে বিধায়ক হন। এর আগে 2 জুলাই 2020-তে মোহন যাদব শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন ৷ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোহর লাল খট্টর, কে লক্ষ্মণ এবং মধ্যপ্রদেশের আশা লাকড়া বিধানসভা দলের বৈঠক করেন। বিজেপি বৃহস্পতিবারই তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছিলেন মধ্যপ্রদেশের জন্য ৷ যেখানে ছিলেন ওবিসি মোর্চার কেন্দ্রীয় সভাপতি আশা লাকড়া।

এর আগে 2018 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ক্ষমতায় আসেন ৷ তবে 2020-তে তৎকালীন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 22 জন অনুগত বিধায়ক-সহ বিজেপি শিবিরে চলে যাওয়ার পরে রাজ্যে কমল নাথের সরকার ভেঙে যায় ৷ সেই সময় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার গঠন করে ৷ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ এবার অবশ্য ছবিটা আমূল বদলে যায় ৷ বিজেপি বিপুলভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিধানসভা ভোটে জয়ী হয় ৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের পরই অবশ্য রাজনৈতিক মহলে জল্পনা ছিল, রাজ্যে মুখ্যমন্ত্রী চেহারা বদলাতে পারে ৷ শেষ পর্যন্ত অবশ্য সেই পথে হেঁটে অনগ্রসর শ্রেণি থেকেই মুখ্যমন্ত্রী করল বিজেপি ৷

আরও পড়ুন

  1. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  2. পাঁচদিন পর সুরা কোম্পানির কালো টাকার গণনা শেষ, ওড়িশায় আয়কর অভিযান অব্যাহত
  3. জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন তৈরির সুপারিশ সুপ্রিম কোর্টের
Last Updated : Dec 11, 2023, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details