পশ্চিমবঙ্গ

west bengal

Taslima Nasrin : পোশাক মন্তব্যে কেন ইমরানকে একহাত, তসলিমার কথা শুনল ইটিভি ভারত

By

Published : Jun 22, 2021, 5:50 PM IST

Updated : Jun 22, 2021, 6:34 PM IST

ধর্ষণের জন্য কার্যত মহিলাদের স্বল্প পোশাককেই দায়ী করেছেন ইমরান খান ৷ যা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ কিছুটা ব্যঙ্গাত্মকভাবে প্রতিবাদ জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিনও ৷ টুইটার, ফেসবুকে ধরেছেন ‘কলম’ ৷ কেন এই অবস্থান ? ইটিভি ভারতকে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানালেন তসলিমা ৷

Taslima Nasrin on Imran Khan's comment on Women's clothing
Taslima Nasrin on Imran Khan's comment : ইমরানের পোশাক মন্তব্যে তিনি হতাশ, ইটিভি ভারতকে জানালেন তসলিমা

কলকাতা, 22 জুন :‘‘তথাকথিত প্রগতিশীল মানুষজন যখন ক্ষমতায় বসেই মৌলবাদীদের মতো আচরণ করেন, তখন তা আমাকে কষ্ট দেয় ৷’’ ঠিক এই কারণেই ইমরান খানের (Imran Khan) আচরণে তিনি হতাশ ও ক্ষুব্ধ ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে একথা জানালেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin) ৷

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরানের কাছে পাকিস্তানে ক্রমশ বেড়ে চলা ধর্ষণ প্রসঙ্গে জানতে চাওয়া হয় ৷ জবাবে ইমরান বলেন, ‘‘যদি মহিলারা ছোট পোশাক পরেন, সেটার প্রভাব পুরুষদের উপর পড়বেই। এক যদি না কেউ রোবট হন। এটা সাধারণ জ্ঞানের বিষয়।’’ অর্থাৎ ধর্ষণের মতো একটা গুরুতর অপরাধের দায় কার্যত ধর্ষিতাদের উপরেই চাপিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ! আর এখানেই প্রতিবাদ জানিয়েছেন তসলিমা ৷ ‘কলম’ ধরেছেন ফেসবুক (Facebook) এবং টুইটারে (Twitter) ৷

আরও পড়ুন :ইমরান খানের লভ লাইফে ঝড় তুলেছিল যে বলিউড সুন্দরীরা...

কেন বারবার ঘটছে এমন ঘটনা ? কেন সমাজের তথাকথিত শিক্ষিত ও প্রভাবশালীরাও বারবার মেয়েদের পোশাককেই দায়ী করছেন ধর্ষণের মতো একটি ন্যক্কারজনক ঘটনার জন্য ? তসলিমার মতে, আসলে ক্ষমতায় টিকে থাকার লোভই বোধ হয় উঁচুতলার এই মানুষগুলোকে এমনটা করতে বাধ্য করছে ৷

ইমরান খানের কথাই ধরা যাক ৷ পাকিস্তানে জন্ম হলেও তাঁর পড়াশোনা বিলেতে ৷ অক্সফোর্ড থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন তিনি ৷ বস্তুত, তাঁর উপর পশ্চিমী প্রভাব যেন একটু বেশিই প্রকট ৷ এমনকী, রাজনীতিতে ঢোকার আগে পর্যন্ত যে ইমরান খানকে আমরা চিনতাম, তাঁকে প্রগতিশীল বলেই মনে হয় ৷ বদলটা আসতে শুরু করেছে ইদানীংকালে ৷ ক্রিকেটার ইমরান এখন অতীত ৷ বদলে যাঁকে দেখি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ সেদেশে মৌলবাদীদের প্রভাব নতুন কিছু নয় ৷ আদতে পাক-ভূমিতে মৌলবাদের শিকড় অত্যন্ত গভীরে ৷

আরও পড়ুন :নিখিলে-যশে পার্থক্য নেই, নিজের পরিচয়েই সন্তানকে বড় করুক নুসরত: তসলিমা

তসলিমার মতে, এমন একটা প্রেক্ষাপটে প্রগতিশীল কেউ যখন নেতৃত্বে বা ক্ষমতায় আসেন, তখন তাঁকে ঘিরে অনেক আশা, প্রত্যাশা তৈরি হয় ৷ ইমরানও তার ব্যতিক্রম ছিলেন না ৷ কিন্তু এখন তাঁর আচরণের সঙ্গে মৌলবাদীদের আচরণের বিশেষ ফারাক দেখা যাচ্ছে না ৷ আসলে এইভাবে তিনি নিজেকে হাস্যকর করে তুলছেন বলেও মনে করেন তসলিমা ৷

লেখিকার মতে, একজন জোকার যখন দর্শকের মনোরঞ্জন করার জন্য হাস্যকৌতুক করেন, তখন তাঁর অন্তরে কোনও কালিমা থাকে না ৷ কিন্তু একজন শিক্ষিত মানুষ যখন অশিক্ষিতের মতো আচরণ করেন, সেটা দুর্ভাগ্যজনক ৷ আর সেই কারণেই ইমরানের মন্তব্য নিয়ে খানিক মজা করতেও ছাড়েননি লেখিকা ৷

ইমরানের মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে তসলিমার কটাক্ষ, ‘‘ইমরান খান বলেছেন, অল্প কাপড় যে মেয়েরা পরে, তাদের দেখে পুরুষলোক, যদি তারা রোবট না হয়, উত্তেজিত হবেই। কিন্তু ইমরান খান তো বেশি কাপড় যে মেয়ে পরে, নিকাব সহ বোরখা যে মেয়ে পরে, সেই বুশরা বিবিকে দেখে এমন উত্তেজিত হয়েছিলেন যে বিয়ে পর্যন্ত করে ফেলেছেন। মেয়েরা ছোট পোশাক পরলে যারা উত্তেজিত হয়, ইমরান খান বলছেন, তারা পুরুষ, তারা রোবট নয়। তাহলে তো মেয়েরা বড় পোশাক পরলে যারা উত্তেজিত হয়, তারা রোবট, তারা পুরুষ নয়। ইমরান খান কি তবে রোবট?’’

আরও পড়ুন :'ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ', সৃজিত-মিথিলার বিয়ের পর আশাবাদী তসলিমা

তসলিমার মতে, ক্ষমতাশালীরা যখন এই ধরনের কথা বলেন, তখন তা আসলে ধর্ষকদের মতো অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হয় ৷ এতে সমাজ বা দেশ কখনও এগোয় না ৷ এগোতে পারে না ৷ বরং তা পিছনের দিকে হাঁটে ৷ যা অত্যন্ত উদ্বেগের ৷ আর সেই উদ্বেগের জায়গা থেকেই তসলিমার প্রতিবাদ ৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, যৌবনকালে ইমরান নিজেও একজন lady killer ছিলেন ৷ তাঁর play boy image-ও কারও অজানা নয় ৷ এমনকী, নিজের বক্তব্যকে পোক্ত করতে টুইটারে যুবক ইমরানের একটি খালি গায়ের ছবিও পোস্ট করেছেন তসলিমা ৷

Last Updated : Jun 22, 2021, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details