পশ্চিমবঙ্গ

west bengal

SC on Article 370: 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ, পিটিশনের সুপ্রিম শুনানি দশেরার পর

By

Published : Sep 23, 2022, 2:28 PM IST

SC agrees to list plea challenging Article 370 abrogation after Dussehra break

সংবিধানের 370 ধারা বাতিলকে (SC on Article 370) চ্যালেঞ্জ জানিয়ে যে পিটিশনগুলি দাখিল হয়েছে দশেরার পর (Dussehra 2022) তার শুনানি হবে ৷ জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সংবিধানের 370 ধারা (SC on Article 370) বাতিল ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হবে দশেরার পর (Dussehra 2022)৷ শীর্ষ আদালত জানিয়েছে, দশেরার বিরতির পরই সেই মামলাকে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে ৷

প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, "আমরা অবশ্যই এই মামলাকে তালিকাভুক্ত করব ৷" দশেরার জন্য আদালতে ছুটি থাকছে 3 থেকে 9 অক্টোবর ৷ এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের পক্ষের আইনজীবী ৷ প্রায় এক বছর ধরে বিষয়টি বকেয়া পড়ে রয়েছে বলে তিনি আদালতকে জানিয়েছিলেন (Plea challenging Article 370 abrogation)৷

এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামানা বলেছিলেন, 370 ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে, সেগুলির শুনানি তিনি জুলাই মাসে করার চেষ্টা করবেন ৷ এই সংক্রান্ত বেশ কয়েকটি পিটিশনের শুনানি বকেয়া রয়েছে সুপ্রিম কোর্টে ৷ পরে আবার জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅরগানাইজেশন অ্যাক্ট, 2019 অনুসারে ডিলিমিটেশনে সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েও বেশকয়েকটি পিটিশন দাখিল করা হয় ৷ পিটিশনে অভিযোগ করা হয়, তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনগুলি আনছে, তা ভূস্বর্গের এক বৃহত্তর অংশের মানুষেক অধিকারের উপর প্রভাব ফেলছে ৷ 2019 সাল থেকে পিটিশনগুলি সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে এটা জানার পরও কেন্দ্রীয় সরকার কেন এই পদক্ষেপগুলি করছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে ৷

আরও পড়ুন:উপত্যকায় 370 ধারা বিলোপের তিন বছর, কী ঘটেছিল সেদিন ?

2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ সংবিধানের 370 ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে একগুচ্ছ পিটিশন দাখিল হয়েছে তা বৃহত্তর সাত বিচারপতির বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ হয়ে যায় 2020 সালের মার্চ মাসে ৷

ABOUT THE AUTHOR

...view details