পশ্চিমবঙ্গ

west bengal

SKU writes open letter to Modi : দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, মোদিকে খোলা চিঠিতে স্পষ্ট কৃষকরা

By

Published : Nov 22, 2021, 9:13 AM IST

SKU writes open letter to Modi
SKU writes open letter to Modi ()

গত 19 নম্ভেম্বর গুরুনানক জয়ন্তীতে মোদির কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর সিঙ্ঘু বর্ডারে বৈঠক হয় গতকাল অর্থাৎ শনিবার ৷ গতকাল রাতেই কৃষকদের তরফে একটি খোলা চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে (SKU writes open letter to Modi) ৷ কৃষকদের তরফে ছ'টি দাবি রাখা হয়েছে এই খোলা চিঠিতে ৷

নয়াদিল্লি, 22 নভেম্বর : ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, বিদ্যুৎ সংশোধনী বিলের খসড়া প্রত্যাহার-সহ ততোধিক দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন কৃষকরা ৷ গুরুনানক জয়ন্তীতে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (Farm Laws Repeal) ৷ তরপর উচ্ছ্বাসের মধ্যেও কৃষকরা জানিয়ে দেন, শুধু ঘোষণায় হবে না, সংসদে যতক্ষণ না আইন প্রত্যাহার করা হয় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷ রবিবার বেলার দিকে সিঙ্ঘু বর্ডারে এনিয়ে বৈঠকে বসেন তাঁরা ৷ তারই ফলস্বরূপ এই খোলা চিঠি (SKU writes open letter to Modi) ৷

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কৃষকদের কাচে খুশির হলেও পদ্ধতিগত জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা একমত হতে পারছেন না ৷ বলা হয়েছে, দেশের কোটি কোটি কৃষক প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে সেই ভাষণ শুনেছেন ৷ 11 দফা আলোচনার পরও দ্বিপাক্ষিক সমাধানের পরিবর্তে কৃষি আইন প্রত্যাহারের কথা একতরফাভাবে ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তবে তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা রাখছেন যে, আইন তিনটি প্রত্যাহারের এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত হবে ৷

সংযুক্ত কিষাণ মোর্চা শুরু থেকেই তিনটি দাবি সরকারের কাছে রেখেছে ৷ সেগুলি হল- ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, বিদ্যুৎ সংশোধনী বিলের খসড়া প্রত্যাহার এবং কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অ্যান্ড অ্যাডজয়েনিং এরিয়াস অ্যাক্ট 2021-এ কৃষকদের উপর জারি করা শাস্তিমূলক বিধানগুলি সরানো ৷

এছাড়াও কৃষকরা আরও তিনটি দাবির কথা জানিয়েছেন এই চিঠিতে ৷ গতবছর জুন থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বেশ কয়েক হাজার কৃষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ সেইসব মামলা প্রত্যাহার করতে হবে ৷ পাশাপাশি লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri case) অজয় মিত্র টেনি ভারতীয় দণ্ডবিধির 120বি ধারায় অভিযুক্ত ৷ তিনি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন ৷ তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে গ্রেফতার করা উচিত ৷ এখনও অবধি প্রায় 700 জন কৃষক এই আন্দোলনেরে জেরে শহিদ হয়েছেন ৷ তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত । সিঙ্ঘু সীমান্তে শহিদ কৃষকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জমির দাবিও জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

চিঠিতে পরিশেষে কৃষকরা বলেন, "প্রধানমন্ত্রী আপনি আমাদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন ৷ আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে, আমরা এভাবে রাস্তায় বসে আন্দোলনের পক্ষে নই ৷ আমরাও চাই, সমস্যাগুলির দ্রুত সমাধান হোক এবং আমরা নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারি ৷ ফের কৃষিকাজ শুরু করতে পারি ৷ আপনিও যদি তাই চান, তাহলে সরকারের উচিত অবিলম্বে এই ছ'টি বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে আবার আলোচনা শুরু করা । ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে সংযুক্ত কিষাণ মোর্চা ৷"

আরও পড়ুন : Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা

ABOUT THE AUTHOR

...view details