ETV Bharat / bharat

বি-এড ছাত্রীকে 'গণধর্ষণ', বিষ খাইয়ে হত্যার অভিযোগ - Student Gangraped

Student Gangraped and Poisoned: রাজস্থানের চুরুতে এক তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে । নিহতের পরিবারের সদস্যরা থানয় তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তরুণী বি-এডের ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 6:26 PM IST

Student Gang Raped
Student Gang Raped (Generic Image)

চুরু(রাজস্থান), 2 মে: বি-এড ছাত্রীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ ৷ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করল মৃতের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরুতে ৷ জানা গিয়েছে, 30 এপ্রিল এক যুবক ও এক তরুণীকে হাসপাতালে ভরতি করা হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখান থেকে দু'জনকেই বিকানেরে রেফার করা হয় ৷ সেখানেই তরুণীর মৃত্যু হয়। এদিকে এখনও বিকানেরেই যুবকের চিকিৎসা চলছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, যুবক-সহ তিনজন নির্যাতিতাকে গণধর্ষণ করেছে ৷ তারপর তাঁকে হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ানো হয় ।

ডিএসপি অনিল কুমার মহেশ্বরী জানান, নিহতের কাকা মামলা দায়ের করেছেন । তিনি জানান, তাঁর 18 বছর বয়সি ভাইজি বিএডের ছাত্রী ছিলেন । পড়াশুনার জন্য তিনি প্রতিদিন শহরে আসতেন। এমনকী 30 এপ্রিলও তিনি পড়াশোনার জন্য শহরে এসেছিলেন । তাঁকে জখম অবস্থায় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। খবর পেয়ে সরকারি হাসপাতালে পৌঁছলে তাঁরা জানতে পারেন ভাইঝির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, যুবক নিজে বিষ খেয়েছে নাকি তাকেও কেউ বিষ খাইয়েছে তা এখনও স্পষ্ট নয় । ওই যুবকের চিকিৎসা চলছে। তদন্তের সাপেক্ষে কিছু বলা যাবে ।

কাকার দাবি, মৃত্যুর আগো ভাইজি তাঁকে বলেছিলেন যে 3 জন তরুণীকে ভয় দেখিয়ে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই তিনজনই তাঁকে গণধর্ষণ করে । এরপর তাঁকে জোর করে কোনও নেশার জিনিস বা বিষ খাওয়ানো হয় । নির্যাতিতার অবস্থা দেখে চিকিৎসক তাঁকে বিকানেরে রেফার করলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । এরপর তরুণীর পরিবার গণধর্ষণ ও হত্যার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে । মেডিকেল বোর্ড ময়নাতদন্ত শেষে দেহ মৃতের পরিবারের হাতে তুলেছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন:

  1. স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে কলকাতার হোটেলে ডেকে ধর্ষণ ! ধৃত 'গুণধর' প্রেমিক
  3. মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ ! নববর্ষের রাতে হাঁসখালির ছায়া তেহট্টে

চুরু(রাজস্থান), 2 মে: বি-এড ছাত্রীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ ৷ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করল মৃতের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরুতে ৷ জানা গিয়েছে, 30 এপ্রিল এক যুবক ও এক তরুণীকে হাসপাতালে ভরতি করা হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখান থেকে দু'জনকেই বিকানেরে রেফার করা হয় ৷ সেখানেই তরুণীর মৃত্যু হয়। এদিকে এখনও বিকানেরেই যুবকের চিকিৎসা চলছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, যুবক-সহ তিনজন নির্যাতিতাকে গণধর্ষণ করেছে ৷ তারপর তাঁকে হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ানো হয় ।

ডিএসপি অনিল কুমার মহেশ্বরী জানান, নিহতের কাকা মামলা দায়ের করেছেন । তিনি জানান, তাঁর 18 বছর বয়সি ভাইজি বিএডের ছাত্রী ছিলেন । পড়াশুনার জন্য তিনি প্রতিদিন শহরে আসতেন। এমনকী 30 এপ্রিলও তিনি পড়াশোনার জন্য শহরে এসেছিলেন । তাঁকে জখম অবস্থায় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। খবর পেয়ে সরকারি হাসপাতালে পৌঁছলে তাঁরা জানতে পারেন ভাইঝির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, যুবক নিজে বিষ খেয়েছে নাকি তাকেও কেউ বিষ খাইয়েছে তা এখনও স্পষ্ট নয় । ওই যুবকের চিকিৎসা চলছে। তদন্তের সাপেক্ষে কিছু বলা যাবে ।

কাকার দাবি, মৃত্যুর আগো ভাইজি তাঁকে বলেছিলেন যে 3 জন তরুণীকে ভয় দেখিয়ে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই তিনজনই তাঁকে গণধর্ষণ করে । এরপর তাঁকে জোর করে কোনও নেশার জিনিস বা বিষ খাওয়ানো হয় । নির্যাতিতার অবস্থা দেখে চিকিৎসক তাঁকে বিকানেরে রেফার করলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । এরপর তরুণীর পরিবার গণধর্ষণ ও হত্যার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে । মেডিকেল বোর্ড ময়নাতদন্ত শেষে দেহ মৃতের পরিবারের হাতে তুলেছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন:

  1. স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে কলকাতার হোটেলে ডেকে ধর্ষণ ! ধৃত 'গুণধর' প্রেমিক
  3. মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ ! নববর্ষের রাতে হাঁসখালির ছায়া তেহট্টে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.