ETV Bharat / bharat

ব্রিজভূষণকে ছেঁটেই ফেলল বিজেপি! কাইসারগঞ্জ থেকে টিকিট পেলেন ছেলে - Lok Sabha Election 2024

Brij Bhushan Sharan Singh: ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি ৷ তাঁর আসন থেকে এবার পদ্মের প্রার্থী করা হল ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিংকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 5:37 PM IST

Updated : May 2, 2024, 5:54 PM IST

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 2 মে: বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিজভূষণ শরণ সিংয়ের টিকিট কাটল বিজেপি ৷ উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে বিজেপির প্রতীকে 2019 সালেও লড়াই করেছিলেন ব্রিজভূষণ ৷ তার আগে গোন্ডা থেকে দু'বার এবং 2004 সালে শ্রাবস্তি বর্তমানে বলরামপুর আসন থেকেও সাংসদ হয়েছিলেন ব্রিজভূষণ ৷ এবার তাঁর আসন থেকে ছেলে করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি ৷

দেশের প্রথম সারির কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে গত বছর বিদ্ধ হতে হতে হয়েছিল কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ যার প্রতিবাদে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ধরনাতেও বসেন দেশের সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, বজরং পুনিয়াদের মতো তাবড় কুস্তিগিররা ৷ এরপরও অবশ্য ব্রিজভূষণের পাশেই দাঁড়িয়েছিল বিজেপি ৷ অভিযোগ, তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ থাকলেও ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রেখে দেওয়া হয়েছিল ৷ এমনকী সাংসদ পদ থেকেও সরানো হয়নি ৷ তবে নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁকে ছেঁটেই ফেলল বিজেপি ৷ তাঁর আসন থেকে বৃহস্পতিবার ছেলে করণকে টিকিট দিল বিজেপি ৷

এর আগে, মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে ব্রিজভূষণের আসনটি বিজেপির জন্য কার্যত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। দিল্লি পুলিশ গত বছরের জুনে প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করে। ব্রিজভূষণ সিংও 2019 সালে সোনিয়া গান্ধির বিরুদ্ধে একই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ অন্যদিকে, রায়বেরেলি কেন্দ্র থেকে দীনেশ প্রতাপ সিং-কে প্রার্থী করেছে বিজেপি। রায়বেরেলি আসনটি গান্ধি পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন সোনিয়া গান্ধি 2019 সালে আসনটি ধরে রেখেছিলেন। তবে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না কারণ তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছেন।

ইতিমধ্যে, আমেঠি এবং রায়বেরেলিতে কংগ্রেসের দুটি শক্ত ঘাঁটিতেই প্রার্থী নিয়ে সাসপেন্স রেখেছে ৷ কংগ্রেস উভয় আসনের জন্য এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। 2019 সালে, বিজেপির স্মৃতি ইরানি আমেঠি থেকে রাহুল গান্ধিকে পরাজিত করেন ৷ বিজেপি উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনের তাদের প্রার্থী ঘোষণা করেছে ৷ কিন্তু কাইসারগঞ্জ আসনে অনেক দেরীতে প্রার্থী দিল পদ্ম শিবির। কাইসারগঞ্জ এবং রায়বরেলি দুই আসনে পঞ্চম দফায় 20 মে ভোট হবে। 2019 সালের নির্বাচনে, ব্রিজ ভূষণ বহুজন সমাজ পার্টির চন্দ্রদেব রাম যাদবকে আড়াই লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

আরও পড়ুন:

  1. মহিলাদের কথা ভাবলে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন ? বিজেপিকে আক্রমণ কাকলির

নয়াদিল্লি, 2 মে: বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিজভূষণ শরণ সিংয়ের টিকিট কাটল বিজেপি ৷ উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে বিজেপির প্রতীকে 2019 সালেও লড়াই করেছিলেন ব্রিজভূষণ ৷ তার আগে গোন্ডা থেকে দু'বার এবং 2004 সালে শ্রাবস্তি বর্তমানে বলরামপুর আসন থেকেও সাংসদ হয়েছিলেন ব্রিজভূষণ ৷ এবার তাঁর আসন থেকে ছেলে করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি ৷

দেশের প্রথম সারির কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে গত বছর বিদ্ধ হতে হতে হয়েছিল কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ যার প্রতিবাদে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ধরনাতেও বসেন দেশের সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, বজরং পুনিয়াদের মতো তাবড় কুস্তিগিররা ৷ এরপরও অবশ্য ব্রিজভূষণের পাশেই দাঁড়িয়েছিল বিজেপি ৷ অভিযোগ, তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ থাকলেও ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রেখে দেওয়া হয়েছিল ৷ এমনকী সাংসদ পদ থেকেও সরানো হয়নি ৷ তবে নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁকে ছেঁটেই ফেলল বিজেপি ৷ তাঁর আসন থেকে বৃহস্পতিবার ছেলে করণকে টিকিট দিল বিজেপি ৷

এর আগে, মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে ব্রিজভূষণের আসনটি বিজেপির জন্য কার্যত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। দিল্লি পুলিশ গত বছরের জুনে প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করে। ব্রিজভূষণ সিংও 2019 সালে সোনিয়া গান্ধির বিরুদ্ধে একই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ অন্যদিকে, রায়বেরেলি কেন্দ্র থেকে দীনেশ প্রতাপ সিং-কে প্রার্থী করেছে বিজেপি। রায়বেরেলি আসনটি গান্ধি পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন সোনিয়া গান্ধি 2019 সালে আসনটি ধরে রেখেছিলেন। তবে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না কারণ তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছেন।

ইতিমধ্যে, আমেঠি এবং রায়বেরেলিতে কংগ্রেসের দুটি শক্ত ঘাঁটিতেই প্রার্থী নিয়ে সাসপেন্স রেখেছে ৷ কংগ্রেস উভয় আসনের জন্য এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। 2019 সালে, বিজেপির স্মৃতি ইরানি আমেঠি থেকে রাহুল গান্ধিকে পরাজিত করেন ৷ বিজেপি উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনের তাদের প্রার্থী ঘোষণা করেছে ৷ কিন্তু কাইসারগঞ্জ আসনে অনেক দেরীতে প্রার্থী দিল পদ্ম শিবির। কাইসারগঞ্জ এবং রায়বরেলি দুই আসনে পঞ্চম দফায় 20 মে ভোট হবে। 2019 সালের নির্বাচনে, ব্রিজ ভূষণ বহুজন সমাজ পার্টির চন্দ্রদেব রাম যাদবকে আড়াই লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

আরও পড়ুন:

  1. মহিলাদের কথা ভাবলে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন ? বিজেপিকে আক্রমণ কাকলির
Last Updated : May 2, 2024, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.