পশ্চিমবঙ্গ

west bengal

Rajasthan Seer Vijay Das Died: বৈআইনি খননের বিরুদ্ধে গায়ে আগুন, মারা গেলেন রাজস্থানের সাধু বিজয় দাস

By

Published : Jul 23, 2022, 6:34 PM IST

Rajasthan Seer Vijay Das
রাজস্থানের সাধু বিজয় দাস ()

বেআইনি মাফিয়ারাজ রুখতে ধরনায় বসেছিলেন ৷ কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি ৷ তাই 21 জুলাই নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে দেন ৷ আজ ভোরে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মারা যান সাধু বিজয় দাস (Rajasthan Seer Vijay Das Died) ৷

ভরতপুর, 23 জুলাই:প্রয়াত হলেন পরিবেশকর্মী সাধু বিজয় দাস ৷ শনিবার ভোরে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রাজস্থানে অবৈধ খনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধরনায় বসেছিলেন সাধু ৷ মন্দিরের এক কর্মী রাধাকান্ত শাস্ত্রী তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, সাধু বিজয় দাসের গ্রাম পাসোভা অথবা বারসানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (Rajasthan environmental activist Sadhu Vijay Das succumbs to burn injuries at Safdarjung Hospital in Delhi) ৷

চারদিন আগে, সাধু বিজয় দাস পাসোভা গ্রামে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৷ পুলিশের তৎপরতায় আগুন নিভিয়ে সাধুকে আরবিএম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে আরেকটি হাসপাতাল এবং শেষে নিয়ে যাওয়া হয় সফদরজঙ্গ হাসপাতালে ৷

ভরতপুরের এসডিএম সঞ্জয় গোয়েল বলেন,"সাধু বিজয় দায় 21 জুলাই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৷ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজস্থান থেকে দিল্লিতে পাঠানো হয় ৷ কিন্তু গতকাল রাতে তিনি মারা গিয়েছেন ৷ ময়নাতদন্তের পর তার দেহ বারসানায় নিয়ে যাওয়া হবে ৷"

আরও পড়ুন: বে-আইনি খননের তদন্তে যাওয়াই কাল হল, ডিএসপি-কে ডাম্পারে পিষে মারল খনি মাফিয়ারা!

পরিবেশকর্মী সাধুর মৃত্যুতে উত্তপ্ত রাজস্থান ৷ কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলি এর জন্য প্রশাসনের অবহেলাকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "তিনি আগে থাকতেই সতর্ক করেছিলেন ৷ তাঁরপর নিজেকে জ্বালিয়ে দিলেন ৷ এটা প্রশাসনের গাফিলতি ৷"

ভরতপুরের বিজেপি সাংসদ রঞ্জিতা কোহলি বলেন,"সাধু পাথরের অবৈধ ব্যবসার নিয়ে প্রতিবাদ করছিলেন ৷ তনি 500 দিন ধরে ধরনায় বসেছিলেন ৷ তবু কেউ বেআইনি খনন নিয়ে মাথা ঘামায়নি ৷ কংগ্রেসের শাসনকালে প্রশাসন চুপ ৷" কংগ্রেস বিধায়ক ভরস সিং কুন্দনপুর মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখে খনন মন্ত্রী প্রমোদ ভায়াকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details