পশ্চিমবঙ্গ

west bengal

Sharad Pawar gets IT Notice: প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে বিঁধলেন পাওয়ার

By

Published : Jul 1, 2022, 12:03 PM IST

আয়কর দফতরের নোটিশ (Income Tax Notice) পেলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar gets IT Notice)৷ যদিও একে প্রেমপত্র (Love Letter) বলে কটাক্ষ করে কেন্দ্রকে বিঁধেছেন তিনি ৷

"Received Love Letter": Sharad Pawar's Swipe At Centre On Income Tax Notice
প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে বিঁধলেন পাওয়ার

মুম্বই, 1 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর (Sharad Pawar gets IT Notice)৷ যদিও তাকে 'প্রেমপত্র' (Love Letter) বলে কটাক্ষ করেছেন প্রবীণ নেতা ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু লোকেদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Maharashtra Politics)৷

মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আয়কর দফতরের নোটিশ হাতে পান এনসিপি প্রধান শরদ পাওয়ার (Income Tax Notice)৷ এরপরই তিনি টুইটে লেখেন, "আমি একটি প্রেমপত্র পেয়েছি ৷ 2004, 2009, 2014 ও 2020 সালে দাখিল করা নির্বাচনী হলফনামা সংক্রান্ত একটি প্রেমপত্র পেয়েছি আয়কর দফতরের কাছ থেকে ৷" মারাঠি ভাষায় করা টুইটে তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, "এই দফতরের গুণগত মান বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষ কৌশল নিয়েই নির্দিষ্ট কয়েকজনের সম্পর্কে বহু বছরের তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷"

মহা বিকাশ আঘাড়ি জোটে ছিল শরদ পাওয়ারের এনসিপি-ও ৷ সেই জোট সরকারের নেতা উদ্ধব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলায় তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ এরপর মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পালাবদলের মাধ্যমে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে ৷ কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে উদ্ধব দলের হিন্দুত্বের আদর্শ থেকে সরে যাচ্ছেন, এই অভিযোগ তুলে 39 জন বিধায়ককে নিয়ে একনাথ বিদ্রোহ ঘোষণা করেছিলেন ৷ সেই ঘটনার পর থেকে কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করেছে শিন্ডে ব্রিগেড ৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ৷ আর মহা বিকাশ আঘাড়ি জোট ক্ষমতাচ্যুত হওয়ার পরই আয়কর দফতরের নোটিশ গেল জোটের অন্যতম শরিক শরদ পাওয়ারের কাছে ৷

আরও পড়ুন:Eknath Shinde: অটোচালক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কোন চালে মাত করলেন শিন্ডে ?

ABOUT THE AUTHOR

...view details