ETV Bharat / bharat

Eknath Shinde: অটোচালক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কোন চালে মাত করলেন শিন্ডে ?

author img

By

Published : Jun 30, 2022, 10:58 PM IST

রথযাত্রার আগের দিনই 'মারাঠা রথে' সওয়ার হয়েছেন একনাথ শিন্ডে ৷ সেই রথের রশি রয়েছে স্বয়ং দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের হাতে ৷ এই শিন্ডের উত্থানের কাহিনী জানেন (Eknath Shinde became Maharashtra Chief Minister) ?

Shinde
Shinde

মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে কাটল মহা-সংকট ৷ শিবসেনা বিধায়ক হিসেবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ৷ তাঁকে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার শিন্ডেকে পাশে বসিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছিলেন, মন্ত্রিসভায় থাকছেন না তিনি ৷ পরে কেন্দ্রীয় নেতাদের অনুরোধে শিন্ডের ডেপুটি হয়েছেন দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Eknath Shinde takes oath as CM of Maharashtra) ৷ তারপরেই প্রাক্তনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বর্তমান (Eknath Shinde became Maharashtra Chief Minister) ৷

প্রথমে ভাবা হয়েছিল, মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ফড়ণবীস ৷ একইসঙ্গে, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে ৷ কিন্তু শেষ বেলায় মসনদে বসেছেন সেই শিন্ডেই ৷ মহা-মসনদ মিলেছে অবশ্য 'বিদ্রোহী শিবসেনা বিধায়ক' হিসেবেই ৷ এই শিন্ডের উত্থানের কাহিনী জানেন ?

প্রথম থেকেই সরাসরি বিজেপি-তে যোগ দেওয়ার কথা না-বললেও প্রয়াত বালাসাহেব ঠাকরের থেকে হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল শিন্ডের মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন । শেষ পর্যন্ত সেই পদ্মের হাত ধরেই আরব সাগরের তীরে 'রাজা' হলেন এক সময়ের 'ফকির' ৷

বালাসাহেব ঠাকরেকে দেখে উদ্বুদ্ধ হয়েই সক্রিয় রাজনীতিতে পা-রেখেছিলেন শিন্ডে (Eknath Shinde latest news)। আদতে সাতারার বাসিন্দা হলেও রাজনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন শিবসেনার ঘাঁটি থানেকে । সেখানে পৌরভোটে জিতেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয় 1997 সালে । পাঁচ বছর পর মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন । পরপর চারবারের বিধায়ক বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন ।

আরও পড়ুন : কাটল মহা-সংকট ! মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস

এক সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অল্প বয়সেই রোজগার শুরু করেন তিনি । শুরু করেছিলেন অটো চালানো । 2014 সালে সেই শিন্ডেই বিজেপি-শিবসেনা জোট সরকারের মন্ত্রী হন । 2019 সালে উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য হওয়ায় বিধানসভার দলনেতার দায়িত্ব পান শিন্ডে । তিনবছরের মধ্যেই ফড়ণবীসের হাতে রথের রশি ধরিয়ে 'মারাঠা রথে' সওয়ার হলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.