পশ্চিমবঙ্গ

west bengal

মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 5:27 PM IST

Updated : Jan 13, 2024, 6:19 AM IST

PM Modi mops temple floor: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাসিকের ঐতিহাসিক শ্রী কালারাম মন্দিরের মেঝে মুছলেন ৷ একটি মপ, বালতি ও জল নিয়ে মেঝে পরিষ্কার করলেন তিনি ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ETV BHARAT
ETV BHARAT

মন্দিরের মেঝে মুছলেন মোদি

নাসিক, 12 জানুয়ারি: মহারাষ্ট্র সফরে গিয়ে নাসিকের শ্রী কালারাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুধু তাই নয়, শুক্রবার সেখানে তিনি রাম ভজনে অংশ নেন এবং করতাল বাজিয়ে সঙ্গত করেন ৷ এই উপলক্ষে আয়োজিত স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে মন্দিরের মেঝেও মোছেন প্রধানমন্ত্রী ।

এই অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্তদের ও নাগরিকদের এগিয়ে আসার এবং সারা দেশের সমস্ত মন্দিরে একই রকম পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন । মন্দির পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ার ।

প্রধানমন্ত্রী মোদি ভক্ত ও শিল্পীদের গাওয়া রাম ভজনেও এ দিন অংশ নেন ৷ ভজনের সময় তিনি করতাল বাজান ৷ এরপর পুজোর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ এআই অনুবাদের মাধ্যমে হিন্দিতে 'রামায়ণ'-এর মহাকাব্যিক আখ্যানের মারাঠি আবৃত্তিও শোনেন তিনি । এই অনুষ্ঠানে মহাকাব্যের 'যুধ কাণ্ড' অংশটি পাঠ করা হয়, যেখানে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের কথা বর্ণিত আছে ৷

নাসিকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী মোদি । রামায়ণের সঙ্গে জড়িত স্থানগুলির মধ্যে, পঞ্চবটি একটি বিশেষ স্থান ৷ রামায়ণের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানেই ঘটেছিল বলে বর্ণিত আছে । শ্রী কালারাম মন্দির নাসিকের গোদাবরী নদীর তীরে অবস্থিত । উল্লেখ্য, 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার কয়েকদিন আগে নাসিকের মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী ৷

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির মন্দিরের মেঝে পরিষ্কার করার এবং স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন । এক্স-এ একটি পোস্টে, তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি আজ নাসিকের কালারাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন । তিনি সারা দেশের মন্দিরগুলিতে স্বচ্ছতা কার্যক্রম চালানোর জন্য সবাইকে আবেদন করেন।"

মহারাষ্ট্রে তাঁর বর্তমান সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি মুম্বইয়ের সেউড়ি এবং পুনের দিকে নাভা-এর মধ্যে অটল সেতুর উদ্বোধন করতে চলেছেন, যা প্রায় 17,840 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'শত শত প্রণাম', জন্মবার্ষিকীতে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
  2. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
Last Updated : Jan 13, 2024, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details