পশ্চিমবঙ্গ

west bengal

NDA Presidential Candidate : রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করল এনডিএ, শুভেচ্ছা মোদির

By

Published : Jun 21, 2022, 9:39 PM IST

Updated : Jun 21, 2022, 10:58 PM IST

NDA Presidential Candidate
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা এনডিএর

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট (NDA announces Draupadi Murmu name as Presidential candidate) ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার রাতে তাঁর নাম ঘোষণা করেন ৷

নয়াদিল্লি, 21 জুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর (64) নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট (NDA announces Draupadi Murmu name as Presidential candidate) ৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার রাতে তাঁর নাম ঘোষণা করেন ৷ দেশের ইতিহাসে এই প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন ৷

রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হওয়ায় এদিন দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, তিনি দেশের অন্যতম সেরা রাষ্ট্রপতি হবেন ৷

1958 সালের 20 জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বৈদাপসি গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁর বাবার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু ৷ 1997 সালে রাইরঙ্গপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন ৷ ঝাড়খণ্ডের অষ্টম রাজ্যপাল হিসেবে 2015 সালের মে মাস থেকে 2021 সালের জুলাই পর্যন্ত দায়িত্ব সামলেছেন তিনি ৷ ওড়িশায় যখন বিজেপি ও বিজু জনতা দলের জোট সরকার ছিল তখন তিনি সেখানকার মন্ত্রীও ছিলেন ৷ 2000 সাল থেকে 2004 সাল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

এদিনই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে বিরোধী জোট ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ৷ 21 জুলাই ভোট গণনা ৷ দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 জুলাই ৷

Last Updated :Jun 21, 2022, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details