পশ্চিমবঙ্গ

west bengal

Muslim Families Make Tricolour Flags: সাধারণতন্ত্র দিবসের আগে ব্যস্ততা বেড়েছে মুস্তাফার পরিবারের, তৈরি হচ্ছে 10 হাজার তেরঙা

By

Published : Jan 21, 2023, 12:55 PM IST

Muslim Families of Gaya Make Tricolour Flags for Republic Day of India 2023

সাধারণতন্ত্র দিবসের (Republic Day of India 2023) আগে চরম ব্যস্ত বিহারের (Bihar) গয়ার (Gaya) বাসিন্দা মহম্মদ গুলাম মুস্তাফা ও তাঁর পরিবারের সদস্যরা ৷ 26 জানুয়ারির আগেই তাঁদের তৈরি করতে হবে 10 হাজার জাতীয় পতাকা (Muslim Families Make Tricolour Flags) ৷

গয়া, 21 জানুয়ারি: আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা ৷ তারপরই আরও একটি সাধারণতন্ত্র দিবস (Republic Day of India 2023) পালন করবে গোটা দেশ ৷ তার আগে ব্যস্ততা বেড়েছে বিহারের (Bihar) গয়ার (Gaya) বিভিন্ন গ্রামের বাসিন্দা অসংখ্য পরিবারের সদস্যদের ৷ বংশ পরম্পরায় এই পরিবারগুলি সেলাইয়ের কাজ করে আসছে ৷ সাধারণতন্ত্র দিবসের আগে হাজার হাজার জাতীয় পতাকা তৈরি করেন এইসব পরিবারের সদস্যরা (Muslim Families Make Tricolour Flags) ৷ তাঁদের কাছে কাপড় জুড়ে, সেলাই করে জাতীয় পতাকা তৈরি করা শুধুমাত্র পেশা নয়, বরং তার থেকে অনেক বেশি কিছু ৷ এই দায়িত্ব তাঁদের কাছে সম্মান ও মর্যাদার ৷ প্রসঙ্গত, এই পরিবারগুলি ভারতের সংখ্য়ালঘু সম্প্রদায়ভুক্ত ৷

একদিকে যখন ধর্মীয় অসহিষ্ণুতার খবর বারবার শিরোনামে উঠে আসছে, উদ্বেগ বাড়াচ্ছে, সেই প্রেক্ষাপটে গয়ার এই গ্রামগুলি দিচ্ছে সৌভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা ও অখণ্ড ভারতের বার্তা ৷ এখানকার পরিবারগুলির সব বয়সের সদস্যরাই জাতীয় পতাকা তৈরি করেন ৷ শুধু তাই নয়, এখনও পরিবারের তরুণদের হাতেকলমে জাতীয় পতাকা তৈরি করতে শেখান প্রবীণরা ৷ এতে তাঁরা গর্ব অনুভব করেন ৷ তাঁরা চান, চিরকাল বজায় থাকুক এই পারিবারিক ঐতিহ্য ৷

আরও পড়ুন:জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

পরিবারের কিশোরী থেকে বৃদ্ধ, এই সময়টায় সকলেই ব্যস্ত থাকেন জাতীয় পতাকা তৈরির কাজে ৷ প্রথমে গেরুয়া ও সবুজ কাপড় পাইকারি হারে কিনে আনা হয় ৷ সঙ্গে থাকে সাদার উপর নির্দিষ্ট দূরত্বে আঁকা গাঢ় নীল রঙের অশোক চক্র ৷ নির্দিষ্ট মাপে সেই তিন ধরনের কাপড় কেটে পরস্পর জুড়ে, সেলাই করে তৈরি হয় প্রত্যেক ভারতবাসী গর্বের, আত্মসম্মানের প্রতীক, আমাদের তেরঙা !

গয়ার মনপুর গ্রামের বাসিন্দা, 55 বছরের মহম্মদ গুলাম মুস্তাফা ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, তাঁর যখন 15 বছর বয়স, তখন পতাকা তৈরিতে হাতেখড়ি হয় ৷ তারপর থেকে টানা 40 বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি ৷ মুস্তাফা জানান, তাঁকে এই কাজ শিখিয়েছেন তাঁর বাবা ৷ এখন খাদি গ্রাম উদ্যোগের অধীনে পতাকা তৈরির বরাত নেন মহম্মদ গুলাম মুস্তাফা ৷ দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তিনি ৷ রোজ রোজগার হয় 500 থেকে 600 টাকা ৷ 26 জানুয়ারি এবং 15 অগাস্টের আগে কাজের চাপ বাড়ে ৷ মুস্তাফা চান, আগামী দিনে তাঁর উত্তরসূরিরাও এই কাজ চালিয়ে যান ৷ তিনি জানান, এবছর সাধারণতন্ত্র দিবসের জন্য শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরাই 10 হাজার তেরঙা তৈরি করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details