পশ্চিমবঙ্গ

west bengal

Rights of transgender in prisons: জেলে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

By

Published : Jan 12, 2022, 12:29 PM IST

mha-asks-states-to-safeguard-rights-of-transgender-in-prisons

সংশোধনাগারে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে হবে ৷ রাজ্যগুলিকে এমনই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA asks states to safeguard rights of transgender in prisons)৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি:সংশোধনাগারে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল কেন্দ্রীয় সরকার (MHA asks states to safeguard rights of transgender in prisons)৷ তাঁদের যাতে কোনও হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে তাঁদের পৃথক ওয়ার্ডে রাখতে বলা হয়েছে ৷

সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) আইন, 2019 (Transgender Persons (Protection of Rights) Act, 2019) রূপান্তরকামীদের পরিচিতিকে স্বীকৃতি দিয়েছে ৷ সরকারের দেওয়া সমাজকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রতি বৈষম্যকে নিষিদ্ধ করেছে ৷ এই আইন অনুযায়ী, একজন রূপান্তরকামী ব্যক্তির ট্রান্সজেন্ডার হিসেবে (Rights of transgender in prisons) পরিচয়ে স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে ৷

আরও পড়ুন:পাননি প্রশাসনিক সাহায্য, দুর্দশায় রূপান্তরকামীদের একাংশ

নির্দেশিকায় বলা হয়েছে, "সংশোধনাগারে তাঁদের লিঙ্গের পরিচিতি অনুযায়ী সুযোগ সুবিধে থাকার ব্যবস্থা রাখা উচিত ৷ রূপান্তরকামী পুরুষ ও মহিলার জন্য পৃথক ওয়ার্ড নিশ্চিত করা উচিত এবং এই ওয়ার্ডগুলি পুরুষ ও মহিলাদের থেকে পৃথক থাকাটা জরুরি ৷ তাঁদের গোপনীয়তা রক্ষার অধিকারকে সুরক্ষিত রাখতে হবে এবং তাঁদের জন্য পৃথক শৌচালয় ও স্নানাগারের ব্যবস্থা রাখতে হবে ৷"

আরও পড়ুন:রূপান্তরকামীদের টিকাকরণে বিশেষ ব্যবস্থা অসমে, দেশে প্রথম

তবে এই ব্যবস্থার জন্য রূপান্তরকামীরা যাতে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন বা আইসোলেটেড হয়ে না পড়েন, সে দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র ৷ সংশোধনাগারে প্রবেশের প্রক্রিয়া, মেডিক্যাল পরীক্ষা, থাকার ব্যবস্থা, জামাকাপড় পরা, চিকিৎসা-সহ সব ক্ষেত্রেই রূপান্তরকামীদের সম্মানের সঙ্গে সব অধিকার সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায় ৷

ABOUT THE AUTHOR

...view details