পশ্চিমবঙ্গ

west bengal

দুবাইতে 'মহাদেব বুক' অ্যাপের মাথা সৌরভের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ভিলাইতে গ্রেফতার 1 অপারেটর

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 3:25 PM IST

Mahadev Book App Operator Saurabh Chandrakar: মহাদেব বুক বেটিং অ্যাপের অপারেটর দীপক নেপালিকে গ্রেফতার করেছে ছত্তিশগড় ক্রাইম ব্রাঞ্চ ও দূর্গ পুলিশ ৷ অন্যদিকে, ইডি-র তরফে জানানো হয়েছে, রবি উপ্পলকে গ্রেফতারের পর দুবাইতে এই নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রধান মাথা সৌরভ চন্দ্রকরের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দুবাই প্রশাসন ৷

ETV BHARAT
ETV BHARAT

ভিলাই (ছত্তিশগড়), 27 ডিসেম্বর: 'মহাদেব বুক' বেটিং অ্যাপ-কাণ্ডে বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দুবাইতে গা-ঢাকা দিয়ে থাকা এই বেআইনি বেটিং অ্যাপের মাথা সৌরভ চন্দ্রকরের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করল দুবাই পুলিশ ৷ সৌরভ এবং তাঁর আরেক সঙ্গী রবি উপ্পলের বিরুদ্ধে আগেই রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি ৷ রবিকে গত 12 ডিসেম্বর গ্রেফতার করেছে দুবাই পুলিশ ৷ এবার সেদেশে সৌরভের গতিবিধিতে রাশ টানল ভারত সরকার ৷ উল্লেখ্য, মঙ্গলবার ছত্তিশগড়ের ভিলাই থেকে ক্রাইম ব্রাঞ্চ ও দূর্গ পুলিশের যৌথ অভিযানে বেটিং অ্যাপের অন্যতম অপারেটর দীপক নেপালিকেও গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, দুবাইতে সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পলের 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ৷ বিশাল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াও শুরু করেছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল ৷ তাঁরা 'মহাদেব বুক' বেটিং অ্যাপ শুরু করেছিলেন ৷ যার প্রধান মাথা হলেন সৌরভ ৷ উল্লেখ্য, কয়েকবছরের মধ্যে মহাদেব বুক বেটিং অ্যাপ পুরো ভারতে ছড়িয়ে পড়ে ৷ এর পর তাঁদের অ্যাপে চাকরি দেওয়ার নামে বাজার থেকে টাকা তোলে দু’জনে ৷ কিন্তু, টাকা হাতে আসতেই দুবাইয়ে পালিয়ে যায় দুই জুয়ারি ৷

উল্লেখ্য, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ ওঠে, তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সৌরভ এবং রবির থেকে টাকা নিয়েছিলেন ৷ যে অভিযোগকে ঘিরে উত্তাল হয় ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ৷ যার প্রভাব বিধানসভা নির্বাচনের ভোটেও পড়েছে ৷ উল্লেখ্য, ভারত সরকার আগেই মহাদেব বুক অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ রবি উপ্পল এই মুহূর্তে দুবাইয়ের জেলে রয়েছেন ৷ তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া জারি রয়েছে ৷

উল্লেখ্য, ভিলাই থেকে গ্রেফতার হওয়া দীপক নেপালির ভাই নীরজ নেপালি-সহ 4 জনকে আগেই পুলিশ গ্রেফতার করেছে ৷ এই দীপক নেপালি এবং নীরজ নেপালি ভিলাই থেকে এই অ্যাপ অপারেট করতেন ৷ তাঁরাই হাওয়ালা মারফত বেটিংয়ের সব টাকা দুবাইতে সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পলের কাছে পাঠাতেন ৷

আরও পড়ুন:

  1. দুবাইয়ে গ্রেফতার মহাদেব বুক বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল, দেশে ফেরানোর উদ্যোগ
  2. বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি
  3. ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর, অনিশ্চয়তা শ্রদ্ধার উপস্থিতি ঘিরেও

ABOUT THE AUTHOR

...view details