পশ্চিমবঙ্গ

west bengal

ফ্রন্ট লাইন ওয়ার্কারদের নতুন তালিকা ছত্তিশগড়ে, পাবেন টিকাকরণে অগ্রাধিকার

By

Published : May 9, 2021, 11:07 PM IST

বৃদ্ধাশ্রমে কর্মরত, মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কর্মরত, শ্মশানে কাজ করেন বা যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের প্রত্যেককে ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ৷

ভূপেশ বাঘেল
ভূপেশ বাঘেল

রায়পুর, 9 মে : করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে কাদের গণ্য করা হবে, জানিয়ে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ সেই অনুযায়ী 'ফ্রন্ট লাইন ওয়ার্কার'-দের করোনার টিকা দেওয়া হয়েছে ৷ এই তালিকায় রয়েছেন সাংবাদিক, আইনজীবী এবং তাঁদের পরিবারও ৷

এছাড়া যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত, যাঁরা সবজি বিক্রেতা, তাঁরাও তালিকায় জায়গা পেয়েছেন ৷ একইসঙ্গে বাসের চালক ও কন্ডাক্টর, অঙ্গনওয়াড়ির কর্মী, পঞ্চায়েত কর্মী, পিডিএস শপের ম্যানেজার, হাসপাতালে ভর্তি মহিলারা, ছত্তিশগড় সরকারের অধীনস্ত কর্মচারীরা এবং তাঁদের পরিবারের লোকেরাও এই তালিকায় রয়েছেন ৷

যাঁরা বৃদ্ধাশ্রমে কর্মরত, মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কর্মরত, শ্মশানে কাজ করেন বা যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের প্রত্যেককে ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ৷ যে সব আধা সরকারি সংস্থাগুলি অত্যাবশ্যক পণ্য ও পরিষেবার সঙ্গে যুক্ত, সেখানকার কর্মীদেরও টিকাকরণের সময় প্রাধান্য দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details