পশ্চিমবঙ্গ

west bengal

Karnataka CM on Hijab Row: হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রত্যেককে মানতে বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

By

Published : Feb 15, 2022, 9:23 AM IST

হিজাব (Karnataka Hijab Row) নিয়ে যতদিন না হাইকোর্ট চূড়ান্ত রায় (Karnataka High Court order on hijab row) দিচ্ছে, ততদিন সবাইকে সংযত (Karnataka CM on Hijab Row) থাকার বার্তা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (CM Basavaraj Bommai) ৷

everyone-should-abide-by-hc-order-karnataka-cm on Hijab Row
হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রত্যেকের মানা উচিত: কর্নাটকের মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু (কর্নাটক), 15 ফেব্রুয়ারি: হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে (Karnataka High Court order on hijab row), সবার তা মেনে চলা উচিত ৷ বার্তা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Karnataka CM on Hijab Row) ৷ হাইকোর্টের চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সবাইকে সংযত থাকার জন্য আর্জি জানিয়েছেন তিনি ৷

কর্নাটক বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকের (business advisory committee meeting) পর বাসবরাজ বোম্মাই বলেন, "সোমবার থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল আবার শুরু হয়েছে ৷ বিভিন্ন জেলা থেকে কিছু ঘটনার খবর এসেছে ৷ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বিষয়ে বৈঠকে আলোচনা হবে ৷ স্কুল পরিচালন সমিতি, প্রিন্সিপাল ও অভিভাবকরা হাইকোর্টের নির্দেশ মেনে চলার দায়িত্ব ভাগ করে নেবেন ৷ এর ফলে সহায়ক একটা পরিবেশ তৈরি হবে, যেখানে হাইকোর্ট তার চূড়ান্ত রায় দিতে পারবে ৷ ততদিন পর্যন্ত আমাদের সংযত থাকতে হবে (Everyone should abide by HC order says Karnataka CM)৷"

আরও পড়ুন:Controversial comment of Congress MLA over Hijab: হিজাব না-পরলে ধর্ষিত হতে হয়, বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

আগামী 16 ফেব্রুয়ারি সরকারি নির্দেশে প্রি-ইউনিভার্সিটি কলেজ ও ডিগ্রি কলেজ খুলছে ৷ কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ এ কথা ঘোষণা করেন ৷ 10 ফেব্রুয়ারি কর্নাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে দায়ের করা পিটিশন মামলার শুনানি সোমবার কর্নাটক হাইকোর্টে শুরু হলে তা মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করে দেয় আদালত ৷ গত সপ্তাহেই আদালত বলে দিয়েছিল যে, এই নিয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না ৷ হাইকোর্টের এই নির্দেশের পরই সোমবার থেকে জুনিয়র ও ডিগ্রি কলেজের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার ৷

আরও পড়ুন:Yogi Adityanath on Karnataka hijab row: শরিয়ত নয়, সংবিধান অনুযায়ী চলবে দেশ: হিজাব বিতর্কে যোগী

ABOUT THE AUTHOR

...view details