পশ্চিমবঙ্গ

west bengal

ক্ষতিপূরণের নিয়ম লঙ্ঘন ! এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 5:48 PM IST

DGCA Imposes penalty on Air India: ক্ষতিপূরণের নিয়ম লঙ্ঘন করার জন্য এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ ৷ গত 18 মাসে এই নিয়ে দ্বিতীয়বার তাদের উপর ক্ষতিপূরণ জারি করা হল ৷

DGCA Imposes penalty on Air India
এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা

নয়াদিল্লি, 22 নভেম্বর: এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ৷ ক্ষতিপূরণের নিয়মগুলি মেনে না চলার জন্য গত 18 মাসে এই নিয়ে দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়ার উপর জরিমানা আরোপ করা হল ৷

অসামরিক বিমান পরিবহণের নজরদার সংস্থা ডিজিসিএ বুধবার দিল্লি, কোচি এবং বেঙ্গালুরু বিমানবন্দরে পরিদর্শন করেছে এবং 2023 সালের মে এবং সেপ্টেম্বর মাসে নির্ধারিত অন্তর্দেশীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য সুবিধা/ক্ষতিপূরণ সম্পর্কিত তাদের বাধ্যবাধকতাগুলি মানছে কি না তা খতিয়ে দেখে ৷

এরপর ডিজিসিএ একটি বিবৃতিতে জানিয়েছে, "বিমান সংস্থাগুলি পরিদর্শনের সময় এটি লক্ষ্য করা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়া প্রাসঙ্গিক সিএআর (ক্ষতিপূরণের নিয়ম)-এর নিয়মগুলি মেনে চলছে না । সেই অনুযায়ী 2023-এর 3 নভেম্বর এয়ার ইন্ডিয়াকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল ৷ এয়ার ইন্ডিয়ার নোটিশের যে জবাব দিয়েছে তার উপর ভিত্তি করে দেখা গিয়েছে, এয়ার ইন্ডিয়া বিলম্বিত ফ্লাইটের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা না করা, তাদের কিছু স্থল কর্মীদের প্রশিক্ষণ না দেওয়ার মতো সিএআর-এর বিধানগুলি মেনে চলেনি ৷"

সেই অনুসারে, ডিজিসিএ নিয়মগুলি মেনে না চলার জন্য এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন । গত বছরের জুন মাসে নিয়ম লঙ্ঘনের জন্য এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল ৷ অবিলম্বে সেই সমস্যার সমাধানের জন্য সিস্টেম তৈরি করার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল ডিজিসিএ ।

আরও পড়ুন:

  1. আচমকা এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল, ভোগান্তি জানিয়ে মন্ত্রীকে ট্যাগ করলেন বঙ্গের ডাক্তার
  2. পাকিস্তানে ভারতীয় বিমান, মেডিক্যাল ইমার্জেন্সির কারণে করাচিতে নামল এয়ার ইন্ডিয়ার উড়ান
  3. এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

ABOUT THE AUTHOR

...view details