পশ্চিমবঙ্গ

west bengal

Bihar Cabinet Expansion বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

By

Published : Aug 16, 2022, 12:15 PM IST

Updated : Aug 16, 2022, 2:33 PM IST

মঙ্গলবার শপথ নিলেন বিহারের নবগঠিত মন্ত্রিসভার প্রায় 30 জন সদস্য (Bihar Cabinet Expansion) ৷ এঁদের মধ্যে অন্যতম হলেন লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর ছেলে এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের (Tejashwi Prasad Yadav) দাদা তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) ৷

new members take oath as Bihar Cabinet Expansion
Bihar Cabinet Expansion বহরে বাড়ল বিহার মন্ত্রিসভা, শপথ নিলেন 30 জন

পটনা, 16 অগস্ট: বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের (Bihar Cabinet Expansion) আনুষ্ঠানিক প্রক্রিয়া সারা হয়ে গেল মঙ্গলবার ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন বিভিন্ন দফতরের মন্ত্রী পদে শপথ নিলেন 31 জন বিধায়ক ৷ এঁদের মধ্যে অন্যতম তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) ৷ তিনি বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর ছেলে এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের (Tejashwi Prasad Yadav) দাদা ৷ আগামী দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে তাঁরা কাজ করবেন ৷ প্রসঙ্গত, এদিনের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জেডি(ইউ) বিধায়ক লেশি সিং (Leshi Singh) দাবি করেছিলেন, নতুন মন্ত্রিসভায় তিনিও জায়গা পেতে চলেছেন ৷

প্রত্যাশা মাফিক, মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে অধিকাংশই লালু প্রসাদ যাদবের 'রাষ্ট্রীয় জনতা দল' (Rashtriya Janata Dal)-এর প্রতিনিধি ৷ এদিন যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে 16 জন আরজেডি (RJD) বিধায়ক ৷ নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দল (Janata Dal United) বা জেডিইউ (JDU)-এর প্রতিনিধি রয়েছেন 11 জন ৷ সেইসঙ্গে, কংগ্রেসের দুই সদস্যকেও নয়া মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:Bihar New Government: বিহারের জন্য 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' চায় জোট শরিক সিপিআইএমএল লিবারেশন

প্রসঙ্গত, নিয়ম অনুসারে বিহারের রাজ্য মন্ত্রিসভার সর্বাধিক সদস্য হতে পারেন 36 জন ৷ সুতরাং, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মিলিয়ে বর্তমানে রাজ্যের মন্ত্রী সংখ্যা 33 ৷ এবার আনুষ্ঠানিকভাবে দফতর বণ্টনের প্রক্রিয়া সেরে ফেললেই নতুন মন্ত্রীরা তাঁদের কাজ শুরু করে দিতে পারবেন ৷ সূত্রের খবর, খুব দ্রুত সেই প্রক্রিয়াও সম্পূর্ণ করা হবে ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ ৷ যোগ দেন বৃহত্তর জোটে ৷ জোটসঙ্গী হিসাবে বেছে নেন কংগ্রেস ও আরজেডি-কে ৷ রাজনৈতিক মহলের দাবি, বিজেপি-র সঙ্গে মনোমালিন্যের জেরেই এই পদক্ষেপ করেন নীতীশ কুমার ৷ এরপর এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নতুন করে বৃহত্তর জোটের মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টমবারের জন্য এই পদে (বিহারের মুখ্যমন্ত্রী) শপথ নেন তিনি ৷ উল্লেখ্য, বিহার বিধানসভায় মোট আসন রয়েছে 243টি ৷ এর মধ্যে জেডি(ইউ)-এর বিধায়ক 43 জন ৷ অন্যদিকে, আরজেডি-র বিধায়ক সংখ্যা এর প্রায় দ্বিগুণ ৷

এদিকে, বিহারের শাসনক্ষমতা হাতছাড়া হওয়ার পর চুপ করে বসে নেই বিজেপি-ও ৷ তারাও পাল্টা ঘুঁটি সাজানোর চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় নীতীশের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বিজেপি-র জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ৷ সেই বৈঠকে হাজির থাকবেন বিহার বিজেপি-র কোর কমিটির সদস্যরা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই বৈঠকেই বিহার নিয়ে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্থির করবে বিজেপি শীর্ষ নেতডত্ব ৷

Last Updated :Aug 16, 2022, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details