পশ্চিমবঙ্গ

west bengal

দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ছয় বছরে সর্বনিম্ন, বৈঠকে অর্থমন্ত্রী

By

Published : Dec 28, 2019, 12:54 PM IST

ছয়বছরে GDP বৃদ্ধির হার সবথেকে কম । ঋণ বৃদ্ধির হার ছয়দশকে সবথেকে নিম্নমুখী । দেশের অর্থনীতির এই পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

Nirmala Sitharaman
নির্মলা সীতারমন

দিল্লি, 28 ডিসেম্বর : ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে ।

মূল্যায়নকারী সংস্থা ICRA-র রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ঋণ বৃদ্ধির হার ছিল 13.3 শতাংশ । চলতি আর্থিক বছরে সেই বৃদ্ধির হার মাত্র 7 শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস । ICRA-র পূর্বাভাস যদি মিলে যায় তাহলে গত 58 বছরে এবারই প্রথম ভারতে ঋণ বৃদ্ধির হার এতটা কমবে । রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক ঋণ বৃদ্ধির তথ্য অনুযায়ী, এর আগে 1962 সালে ঋণ বৃদ্ধির হার ছিল 5.4 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ, যা গত ছয় বছরে সর্বনিম্ন । অন্যদিকে ঋণ বৃদ্ধির হার 6.5-7 শতাংশ, যা ছয় দশকে সর্বনিম্ন । রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বাজারে চাহিদার পরিমাণ কমেছে । ঋণ বৃদ্ধির হার কমে যাওয়া এর অন্যতম কারণ ।

New Delhi, Dec 28 (ANI): The Indian National Congress (INC) celebrated its 135th foundation day on December 28 at the party headquarters in the national capital. Congress interim president Sonia Gandhi hoisted tricolour at party office. Congress leader Rahul Gandhi also reached there to celebrate party's Foundation Day. Congress party traced its foundation to December 28, 1885. The first Congress session was held then in Bombay. Former prime minister Dr Manmohan Singh and senior Congress leaders including Motilal Vora, AK Antony also arrived at the party headquarters to celebrate the day.

ABOUT THE AUTHOR

...view details