পশ্চিমবঙ্গ

west bengal

দূষণে নাজেহাল রাজধানী, 5 নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল

By

Published : Nov 1, 2019, 10:59 AM IST

Updated : Nov 1, 2019, 3:17 PM IST

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যা দিল্লিতে তীব্র দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷'

দিল্লি দূষণ

দিল্লি, 1 নভেম্বর : রাজধানীবাসীর স্বাস্থ্যর কথা ভেবে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হল দিল্লির প্রশাসনের তরফে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত ৷ দীপাবলির পর থেকেই লাগাতার বেড়ে চলেছে দূষণের মাত্রা ৷ সেকথা মাথায় রেখেই 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল সমস্ত স্কুল ৷ দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে।

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷'

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে ৷ গতকাল দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন ৷ সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন ৷'

রাজধানীতে গত কয়েকদিন ধরে বাতাসের গুণগত মান বিপজ্জনক হয়ে উঠেছে ৷ পঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (PRSC)-র মতে, এবছর খড় পোড়ানোর পরিমাণ বেড়েছে ৷

PRSC-র ACM বিভাগের প্রধান অনিল সুদ বলেন, "23 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবরের রেকর্ড অনুযায়ী আগুনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে ৷ এখনও পর্যন্ত মোট 3466 টি ঘটনা ঘটেছে ৷ গত বছর, 21 অক্টোবরের মধ্যে 2575 টি ঘটনা ঘটেছে ৷"

অতিরিক্ত এই দূষণের কারণে বেসরকারি ও সরকারি স্কুলগুলিতে 50 লাখ মাস্ক বিলি করা হয়েছে বলেও জানিয়েছেন অরবিন্দ ৷ প্রয়োজনে সেই মাস্কগুলি ব্যবহারের জন্যও আবেদন জানিয়েছেন তিনি ৷

Last Updated : Nov 1, 2019, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details