পশ্চিমবঙ্গ

west bengal

Amit Shah: 24 এর ভোটে সাফ হয়ে যাবে লালু-নীতীশের জোট, দাবি অমিত শাহের

By

Published : Sep 23, 2022, 4:07 PM IST

Amit Shah says Lalu Prasad Yadav Nitish Kumar duo will be wiped out in 2024 general elections

শুক্রবার থেকে দু’দিনের বিহার সফরে রয়েছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ এদিন পূর্ণিয়া দলের জনসভায় ভাষণ দেন ৷ এছাড়া বিহারে বিজেপির বিধায়ক ও সাংসদদের বৈঠক করবেন ৷ এছাড়া বিহারে বিজেপির কোর কমিটির সঙ্গেও বৈঠক করার কথা তাঁর ৷

পূর্ণিয়া (বিহার), 23 সেপ্টেম্বর : বিহারে মহাজোটের (Bihar Mahagathbandhan) সরকার আবার তৈরি হওয়ার পর শুক্রবার প্রথম সেখানে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ আর বিহারে দাঁড়িয়েই তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন ওই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) ৷ বিজেপির এই হেভিওয়েট নেতার কথায়, 2024 সালের লোকসভা নির্বাচনে সাফ হয়ে যাবে নীতীশ-লালুর জোট ৷ আর 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে বিজেপি (BJP) ৷

এদিন বিহারের পূর্ণিয়াতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল জন ভাবনা মহাসভার ৷ সেই মহাসভার মঞ্চ থেকেই নীতীশ ও লালুকে নিশানা করেন অমিত শাহ ৷ টেনে আনেন 2014 সালের লোকসভা ভোটের প্রসঙ্গ ৷ সেবার যে নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) বিহারে মাত্র দু’টি লোকসভা আসনে জিতেছিল, সেই কথা বলে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, 2005 সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হন ৷ তার পর থেকে তিনি ওই পদে রয়েছেন ৷ 2012 সাল পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে জোটে ছিলেন ৷ তার পর একাই সরকার চালান 2015 সাল পর্যন্ত ৷ ওই বছর আরজেডি (RJD) ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে ভোটে জেতেন ৷ 2017 সালে আবার মহাজোট ছেড়ে তিনি বিজেপির সঙ্গে জোট গড়েন ৷ সেই জোট তিনি মাস দু’য়েক আগে ভেঙে বেরিয়ে এসেছেন ৷

এই প্রসঙ্গ নিয়েই নীতীশ কুমারকে ‘না ঘরকা, না ঘাটকা’ বলে কটাক্ষ করেন অমিত শাহ ৷ তাঁর কটাক্ষ, নীতীশ কুমারের কোনও আদর্শ নেই ৷ তিনি শুধু ক্ষমতায় থাকার জন্য জোট করেন ৷

সেই কারণে শাহ দাবি করেছেন, বিহারের মানুষ নীতীশকে অনেক সুযোগ দিয়েছেন ৷ এবার আর তাঁরা লালু বা নীতীশের দলকে কোনও সুযোগ দেবেন না ৷ এবার বিহারে পদ্ম ফুটবে ৷

আরও পড়ুন :'2024-এ উপড়ে ফেলব বিজেপিকে', আত্মবিশ্বাসী লালু; শীঘ্রই নীতীশকে নিয়ে যাবেন সোনিয়ার দ্বারে

ABOUT THE AUTHOR

...view details