Nitish-Lalu to Meet Sonia: '2024-এ উপড়ে ফেলব বিজেপিকে', আত্মবিশ্বাসী লালু; শীঘ্রই নীতীশকে নিয়ে যাবেন সোনিয়ার দ্বারে

author img

By

Published : Sep 21, 2022, 7:01 PM IST

Nitish Kumar and I will meet Sonia Gandhi soon; will throw BJP out of power in 2024: Lalu Yadav

2024-এ উপড়ে ফেলব বিজেপিকে ৷ এমনই আত্মবিশ্বাসী সুর শোনা গেল লালু প্রসাদ যাদবের (Lalu Yadav) গলায় ৷ তিনি জানিয়েছেন, এই লক্ষ্যে বিরোধীদের একজোট করতে খুব শীঘ্রই নীতীশ কুমারকে (Nitish Kumar) নিয়ে তিনি যাবেন সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে (Nitish-Lalu to Meet Sonia)৷

পটনা, 21 সেপ্টেম্বর: দিনকয়েক আগেই কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে উপড়ে ফেলতে তৎপরতা দেখা গিয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মধ্যে (Nitish Kumar)৷ দিল্লি গিয়ে বিরোধীদের একজোট করতে মরিয়া চেষ্টা চালিয়েছেন তিনি ৷ তাঁর দাবি ছিল, বিরোধীরা একজোট হলে আসন্ন লোকসভা নির্বাচনে 50টির বেশি আসন পাবে না বিজেপি ৷ এ বার সেই একই সুর শোনা গেল তাঁর বর্তমান সহযোগী রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের গলায় ৷ তাঁর দাবি, 2024 সালে বিজেপিকে ক্ষমতা থেকে উপড়ে ফেলা হবে (Nitish-Lalu to Meet Sonia)৷

দলের রাজ্য কমিটির বৈঠকে বুধবার লালু প্রসাদ যাদব (Lalu Yadav) বলেন, "2024 সালে বিজেপিকে উপড়ে ফেলা হবে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে আমরা ছুড়ে ফেলে দেব ৷" এ দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে লালু বলেন, নীতীশ সবসময় তাঁর পরামর্শ মেনে চলেন ৷ লালুর কথায়, "নীতীশ খুব ভালো কাজ করছে এবং সবসময় গুরুত্বপূর্ণ ইস্যুতে আমার পরামর্শ মেনে চলেন ৷ সম্প্রতি তিনি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করতে তিনি দিল্লি গিয়েছিলেন ৷ বিরোধীদের একজোট করতে তিনি তৎপর ৷ ম্যাডাম সোনিয়াজি বিদেশে ছিলেন, এখন তিনি দেশে ফিরেছেন ৷ আমি দিল্লিতে যাব এবং সোনিয়াজির (Sonia Gandhi) থেকে সময় চাইব ৷ এরপর আমি আর নীতীশ মিলে তাঁর সঙ্গে দেখা করব ৷ রাজীব গান্ধির মিছিল শেষ হতে দিন, তারপর তাঁর সঙ্গেও আমি দেখা করব ৷"

আরও পড়ুন: বিরোধীরা এক হলে লোকসভায় 50টির বেশি আসন পাবে না বিজেপি, দাবি নীতীশের

23 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহার সফর নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি লালু ৷ তিনি বলেন, "অমিত শাহের সফরে কিছু একটা গণ্ডগোলে ব্যাপার আছে ৷ লোকেদের একে-অপরের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি ৷ আমরা খুবই সতর্ক আছি এবং নীতীশজিও শাহের সফর নিয়ে সতর্ক রয়েছেন ৷ বিজেপির লোকেরা লোকজনকে খুব ক্ষেপিয়ে দেন ৷ তাঁরা মসজিদের বাইরে হনুমান চালিসা পড়েন ৷ অনেক রাজনৈতিক দল বিজেপির সঙ্গে সমঝোতা করলেও আমি কখনও তা করিনি ৷ বিজেপির একমাত্র এজেন্ডা হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং প্রকৃত যে সমস্যাগুলি রয়েছে তাকে দূরে সরিয়ে রাখা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.