পশ্চিমবঙ্গ

west bengal

Amit Malviya Slams WB CM: কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় মমতাকে কড়া কটাক্ষ অমিতের

By

Published : May 29, 2023, 9:03 AM IST

গতকাল যন্তর মন্তরে দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ভারতীয় কুস্তিগীরদের। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভিনেশ, সাক্ষী, বজরং ও সঙ্গিতাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁদের পাশে দাঁড়ানোয় মমতাকে কটাক্ষ করলেন বিজেপির আইট সেলের প্রধান অমিত মালব্য ৷ তাঁর পালটা দাবি, আগে বঙ্গে ডিএ আন্দোলনকারীদের সমস্যার সমাধান হোক ৷

Amit Slams Mamata
মমতাকে কটাক্ষ অমিত মালব্যের

নয়াদিল্লি, 29 মে:নতুন সংসদ ভবনের সামনে রবিবার বিক্ষোভ অভিযানে নেমেছিলেন ভারতের তাবড় কুস্তিগীররা। কিন্তু, তার আগেই আটক করা আন্দোলনরত কুস্তিগীরদের। যদিও তাঁদের রাতে ছেড়ে দেওয়া হয় ৷ কুস্তিগীরদের দিল্লি পুলিশের তরফে হেনস্থা নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি একটি টুইট করেন। তাতে তিনি পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়ে কুস্তিগীরদের পাশে রয়েছেন বলে জানান ৷ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পালটা দিয়েছেন বিজেপির আইট সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি টুইটে লেখেন, মুখ্যমন্ত্রী আগে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের সমস্যা সমাধানে মননিবেশ করা উচিত ৷

মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে টুইটে লেখেন, "দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের সঙ্গে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দাজনক। আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক।" মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "পুলিশ যাতে অবিলম্বে তাঁদের মুক্ত করে সেই দাবি জানাচ্ছি। আমরা আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি।" এর পালটা অমিত মালব্য টুইটে লেখেন, "সবচেয়ে ভালো হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে সসম্যা তা সমাধান করেন ৷ ওই ডিএ আন্দোলনকারীরা তাঁদের দাবিতে 122 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করছেন ৷ মোট 10 লক্ষ সরকারি কর্মী এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৷ তাই তাঁর সেদিকে মনোনিবেশ করা উচিত ৷"

আরও পড়ুন:আটক সাক্ষী-ভিনেশদের ছেড়ে দেওয়া হলেও, দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

উল্লেখ্য, দেশের কুস্তি সংগঠনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন কুস্তিগীররা। গতকাল তাঁরা নয়া সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য উদ্যোগ নেন। কিন্তু, আগে থেকেই সেই বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছিল দিল্লি পুলিশ। একাধিক জায়গায় ব্যরিকেড করার পাশাপাশি পুরো রাজধানীকে মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক এই প্রসঙ্গে জানান, আন্দোলনের অনুমতি পাননি কুস্তিগীররা। কিন্তু, তা সত্ত্বেও তাঁরা মহিলা মহাপঞ্চায়েত তৈরি করার প্রচেষ্টা করছে। আর তা বাধা দিতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গতকালের পরিস্থিতি।

ABOUT THE AUTHOR

...view details