ETV Bharat / bharat

Wrestlers Protest: আটক সাক্ষী-ভিনেশদের ছেড়ে দেওয়া হলেও, দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

author img

By

Published : May 29, 2023, 7:59 AM IST

Updated : May 29, 2023, 11:10 AM IST

একদিকে নয়া সংসদ ভবনের উদ্বোধন অন্যদিকে 'সোনার' মেয়েদের হেনস্তা ৷ গতকাল একইদিনে এরকম বিপরীত ছবি দেখল দেশ ৷ কুস্তিগীরদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ ৷ রাজধানীর রাজপথে কুস্তিগীর-পুলিশের সেই 'দঙ্গল'এ আটক হন ভিনেশ-সাক্ষী-সঙ্গিতারা ৷ রবিবার রাতে তাঁদের রাত 10টা নাগাদ ছেড়ে দেওয়া হলেও প্রতিবাদী কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।

Wrestlers Protest
দাঙ্গা সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

নয়াদিল্লি, 29 মে: নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই রাজধানীর রাজপথে 'সোনার' মেয়েদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার ছবি দেখেছে দেশ ।দিল্লি পুলিশ ও সিআরপিএফের আধিকারিকরা এই আচরণের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। আর তার কয়েক ঘণ্টা বাদেই রাতে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগীরদের অভিযোগ, তাঁদের চরিত্রহননেও নেমে পড়েছে গেরুয়া শিবিরের কুখ্যাত আইটি সেল। সঙ্গীতা ও ভিনেশ ফোগতদের ছবি বিকৃত করে টুইটার-সহ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তাঁদের দাবি।

  • #WATCH | Delhi: It is unfortunate that a person accused of sexual harassment attended the inauguration of the new Parliament building…It took Delhi Police only a few hours to register an FIR against us but it took them 7 days to register an FIR against Brij Bhushan Singh:… pic.twitter.com/1wUcxEyqv2

    — ANI (@ANI) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল নয়া সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাতে বিঘ্ন না-ঘটে তার জন্য অতিতৎপরতা দেখিয়েছে দিল্লি পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ, র‍্যাফ-সহ আধা সামরিক বাহিনী। যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগোনোর মুখেই কার্যত পদকজয়ী কুস্তিগীরদের ওপরে ঝাঁপিয়ে পড়েন উর্দিধারীরা। তারপরই কার্যত অপরাধীর মতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। এর কয়েক ঘণ্টা বাদে ছেড়ে দেওয়া হয়।

  • #WATCH | Delhi: Going back home is not an option, I will meet the rest of the wrestlers and we will decide what needs to be done next: Wrestler Bajrang Punia on protesting wrestlers detained by Police at new Parliament House pic.twitter.com/VeDg6n1a7b

    — ANI (@ANI) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর রাতের দিকে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। দেশের পদকপ্রাপ্ত কুস্তিগীরদের ওপর ভারতীয় দণ্ডবিধির ছ'টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে ৷ ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তা হল-147, 149, 186, 188, 332, 353 ৷ শোনা গিয়েছে, কুস্তিগীরদের আর প্রতিবাদ করতে ওই জায়গায় ফিরতে দেওয়া হবে না।

  • IT Cell वाले ये झूठी तस्वीर फैला रहे हैं। हम ये साफ़ कर देते हैं की जो भी ये फ़र्ज़ी तस्वीर पोस्ट करेगा उसके ख़िलाफ़ शिकायत दर्ज की जाएगी। #WrestlersProtest pic.twitter.com/a0MngT1kUa

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভিনেশ-সঙ্গীতা

এনিয়ে বজরং পুনিয়া বলেন, "আমরা যখন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করি, তখন তাঁর বিরুদ্ধে এফআইআর হতে দিল্লি পুলিশের সাত দিন সময় লেগেছিল ৷ আর আমাদের ক্ষেত্রে সেটা সাত ঘণ্টা যেতে না-যেতেই এফআইআর দায়ের হয়ে যায় ৷" এরপর তিনি 'আইটি সেলে'র বিরুদ্ধে ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তোলেন বজরং পুনিয়া। যাঁরা সেই ভুয়ো ছবি ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী।

Last Updated : May 29, 2023, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.