পশ্চিমবঙ্গ

west bengal

PM Modi on Har Ghar Tiranga: 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিতে দেশবাসীর কাছে আবেদন মোদির

By

Published : Aug 13, 2023, 11:38 AM IST

Updated : Aug 13, 2023, 11:04 PM IST

PM Modi asks to join Har Ghar Tiranga campaign: 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi on Har Ghar Tiranga
নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 13 অগস্ট:দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার নিজের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলের প্রোফাইল ছবি তেরঙা করে দিয়েছেন তিনি ৷ এই প্রচেষ্টায় দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকেও তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইলের ছবি তেরঙা করার আহ্বান জানিয়েছেন নমো ৷

রবিবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "হরঘর তিরঙ্গা আন্দোলনের চেতনায়, আসুন আমাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিপি পরিবর্তন করি এবং এই অনন্য প্রচেষ্টাকে সমর্থন করি যা আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যে বন্ধনকে আরও গভীর করবে ৷"

হর ঘর তিরঙ্গা:এর আগে শুক্রবার, প্রধানমন্ত্রী দেশের জনগণকে চলতি বছরের 13 থেকে 15 অগস্ট পর্যন্ত 'হর ঘর তিরঙ্গা' আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন । মোদি বলেন যে, ভারতীয় পতাকা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের চেতনার প্রতীক ৷ জনগণকে তেরঙার সঙ্গে তাঁদের ছবি 'হর ঘর তিরাঙ্গা' ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী মোদি টুইট করে লিখেছিলেন, "তিরঙ্গা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের চেতনার প্রতীক । তেরঙার সঙ্গে প্রতিটি ভারতীয়ের আবেগপূর্ণ সংযোগ রয়েছে এবং এটি আমাদের জাতীয় অগ্রগতির জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে । আমি আপনাদের সকলকে 13 থেকে 15 অগস্টের মধ্যে হার ঘর তিরঙ্গা আন্দোলনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি । তেরঙার সঙ্গে আপনার ছবি এখানে আপলোড করুন... https://harghartiranga.com ৷"

স্বাধীনরতা দিবসে নিরাপত্তার কড়াকড়ি: সারা দেশ থেকে প্রায় 1,800 বিশেষ অতিথি এ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নেবেন । স্বাধীনতা দিবস উদযাপনের আগে দিল্লি পুলিশ জাতীয় রাজধানী জুড়ে তল্লাশি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা ৷

আরও পড়ুন:অনাদরে পড়ে আছে বিপ্লবীর নামফলক, হারিয়ে যাচ্ছে 'হান্টারওয়ালি' বিমলপ্রতিভা দেবীর ইতিহাস

Last Updated : Aug 13, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details