ETV Bharat / state

WB: SSKM performs complex brain surgery, saves life of 5-yr-old

author img

By

Published : Aug 12, 2019, 6:20 PM IST

West Bengal's SSKM hospital on June 24 performed a complex brain surgery and saved the life of five-year-old Ajijur Rahman, who had accidentally fallen on a knife while playing at his house, and the knife got stuck at the base of his skull, rupturing an artery.

Bengal's SSKM performs complex brain surgery, saves life of 5-yr-old

Murshidabad: West Bengal’s Institute of Post Graduate Medical Education and Research (IPGMER), popularly known as SSKM, on June 24 performed a complex brain surgery involving a five-year-old child from Murshidabad district.

Ajijur Rahman, accidentally fell on a knife while playing at his house. The knife got stuck at the base of the child's skull, also known as carnial base, rupturing an artery.

Rahman was rushed to the Murshidabad Medical College Hospital, but was referred to the SSKM considering the complexity of the accident.

Doctors from the Neurosciences department of SSKM performed a complex surgery and saved the little boy.

Explaining the complexity of the surgery, Dr. Shubhendu Mahapatra, who performed the operation, said, "The child was brought to us in a critical condition. Had the surgery gone wrong, he risked being paralysed either partially or fully."

Also read: Villagers turn artisans, paint their houses as part of festival

Rahman has recovered from the surgery and has also been released from the hospital..

Murshidabad: West Bengal’s Institute of Post Graduate Medical Education and Research (IPGMER), popularly known as SSKM, on June 24 performed a complex brain surgery involving a five-year-old child from Murshidabad district.

Ajijur Rahman, accidentally fell on a knife while playing at his house. The knife got stuck at the base of the child's skull, also known as carnial base, rupturing an artery.

Rahman was rushed to the Murshidabad Medical College Hospital, but was referred to the SSKM considering the complexity of the accident.

Doctors from the Neurosciences department of SSKM performed a complex surgery and saved the little boy.

Explaining the complexity of the surgery, Dr. Shubhendu Mahapatra, who performed the operation, said, "The child was brought to us in a critical condition. Had the surgery gone wrong, he risked being paralysed either partially or fully."

Also read: Villagers turn artisans, paint their houses as part of festival

Rahman has recovered from the surgery and has also been released from the hospital..

Intro:কলকাতা, ১১ অগাস্ট: কানের নিচে যেখানে খুলির বেস, সেখানেই গেঁথে গিয়েছিল বটির মাথা। এখানেই রয়েছে ব্রেনে রক্ত যাওয়ার প্রধান আর্টারি। গেঁথে যাওয়া বটির মাথা ছিঁড়ে দেয় এই আর্টারিকে। প্রাণসংশয়ে থাকা এই শিশুকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুর মুখ থেকে এই শিশুকে বাঁচিয়ে আনতে সমর্থ হন চিকিৎসকরা। তবে, যেভাবে প্রাণসংশয়ে ছিল এই শিশু, তাতে তার প্রাণ রক্ষা পাওয়ার ঘটনাকে চিকিৎসকরা বলছেন, এটা মিরাকেল।
Body:শেষ খবর পাওয়া পর্যন্ত, এই শিশু ভালো আছে বলে জানিয়েছেন SSKM হাসপাতালের চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, খেলতে খেলতে বটির উপর পড়ে গিয়েছিল মুর্শিদাবাদের বছর পাঁচেকের আজিজুর রহমান। SSKM হাসপাতালের চিকিৎসক শুভেন্দু মহাপাত্র বলেন, "শিশুটির ডান দিক দিয়ে ঢুকে যায় বটি। কানের নিচে যেখানে খুলির বেস রয়েছে, সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল বটির মাথা। ব্রেনে রক্ত যাওয়ার জন্য এখানে রয়েছে প্রধান আর্টারি। গেঁথে যাওয়া বটির অংশ ছিঁড়ে দেয় এই আর্টারিকে। অস্ত্রোপচার করে আমরা আর্টারি মেরামত করে দিই।" দুর্ঘটনার পরে এই শিশুকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে যে দিন তাকে ছুটি দেওয়ার কথা ছিল, সেদিন চিকিৎসকরা দেখেন রক্তক্ষরণ হচ্ছে। এর পরে এই শিশুকে রেফার করা হয় SSKM হাসপাতালে।

এই শিশুকে যখন SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার দিন সাতেক আগে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক শুভেন্দু মহাপাত্র বলেন, "আমাদের এখানে যখন এই শিশুটিকে নিয়ে আসা হয় তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অস্ত্রোপচারের সময় দেখা যায়, কানের নিচে খুলির বেসে জমাট বেঁধে রয়েছে রক্ত। তার মধ্যে রয়েছে ছিঁড়ে যাওয়া ব্রেনে রক্ত যাওয়ার প্রধান আর্টারি।" তিনি বলেন, "এই অবস্থায় এই শিশুর শরীরের একটি দিক প্যারালাইসিস হয়ে যেতে পারত। তার স্ট্রোক হতে পারত। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসার সময় যে ভাবে রক্তক্ষরণ হয়েছিল, তাতে ওর মৃত্যুও হতে পারত।"Conclusion:একই সঙ্গে চিকিৎসক বলেন, "ছিঁড়ে যাওয়া আর্টারি আমরা রিপেয়ার করে দিয়েছি। তবে এই অস্ত্রোপচার অত্যন্ত কঠিন ছিল। কারণ ওই স্থানে আর্টারি রিপেয়ার করার কাজ সহজ ছিল না।" এই চিকিৎসক বলেন, "এই শিশুটি নবজীবন পেল। ওর এখন নিউরোলজিক্যাল কোনও সমস্যা নেই। তবে এই ঘটনা মিরাকেল।" গত ২৪ জুন SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এই শিশুকে। ওই দিনই এখানে তার অস্ত্রোপচার হয়। এই হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে।

_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.