প্রার্থী ঘোষণা হতেই উত্তর কলকাতা থেকে যাদবপুরে শুরু তৃণমূলের দেওয়াল লিখন
Published : Mar 10, 2024, 10:46 PM IST
TMC Candidate List: ব্রিগেডের মঞ্চ থেকে রবিবার দুপুরে তৃণমূলের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । তারপর সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল সাংসদ তথা প্রার্থীর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের দলের তরফে প্রার্থী ঘোষণা করার পর পরেই তৃণমূল কাউন্সিলর দেবিকা ভট্টাচার্য হাজির হন তাঁর বাড়িতে। সাংসদ প্রার্থীকে উত্তরীয় দিতে সম্মান জানিয়ে এলাকায় এসেই লেগে পড়লেন দেওয়াল লিখনে। 22 নম্বর রাজা মণিন্দ্র রোড এলাকায় নিজে হাতে দিলেন তুলির টান। লেখা, 'সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করুন'।
ওদিকে, যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে পথে নামলেন যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার। নিজে হাতে সুলেখা মোড়ে দেওয়ালে দিলেন তুলির টান। দেবিকা ভট্টাচার্য বলেন, "আমরা নেতাজি ইনডোরের সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক জানতে পেরেছিলাম এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ প্রার্থী হবেন না। ঘোষণার অপেক্ষায় ছিলাম। আর আজ তাই হল ৷ আমরা দারুণ খুশি। তিনি একবার নন 5 বারের সাংসদ। আমরা এবারও তাঁকে লক্ষাধিক ভোটে জেতাব। মানুষ তাঁর পাশে থাকবেন।"