Published : May 13, 2024, 8:35 PM IST
ভোটদানে বাধা ভোটারদের, ছুটে গেলেন অমৃতা; রইল ভিডিয়ো - Lok Sabha elections 2024
Bengal Vote: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া বিলকুমারীর 178 ও 181 বুথে সকাল থেকে পিস্তল নিয়ে ভোটারদের হুমকি। ভোট দানে বাধা ভোটারদের। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ বেছে বেছে কর্মীদের বাধা দিচ্ছে তৃণমূল। স্থানীয়দের অভিযোগ তাঁরা ভোট দিতে পারেননি প্রথমে। ভোট না দেওয়ার জন্য পিস্তল নিয়ে ভয় দেখানো হয়েছে। ভোট দিতে চাইলেও অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন ৷ আবার কেউ কেউ অভিযোগ করেছেন, ভোট কেন্দ্রে আসতেই দেওয়া হয়নি তাঁদের। এক মহিলারা অভিযোগ করে বলেন, "বেলা বারোটা নাগাদ ভোট দিতে বেরিয়েছিলেন ৷ কিন্তু তৃণমূলের লোকজন আটকে দিয়েছে ৷ ভোট দিতে পারিনি ৷ জোর করে ভোট দিতে গেলে তৃণমূল বলেছে রাতে শায়েস্তা করবে।" পাশাপাশি, এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনা শুনে এলাকায় ছুটে আসেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় ৷ তিনি ভোটারদের আশ্বস্ত করার পাশাপাশি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, পুরো বিষয়টি থানায় গিয়ে ঊর্দ্ধতন পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ যাঁরা ভয় দেখিয়েছেন তাঁদের নাম বলা হয়েছে ৷ পুলিশ ব্যবস্থা নেবে বলেছে ৷