'হকের টাকা চাইলে মারধর করা হত' ইটিভি ভারতের মুখোমুখি হয়ে ক্ষোভ উজাড় সন্দেশখালির

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 5:04 PM IST

thumbnail

Sandeshkhali Incident: শান্ত হওয়ার কোনও ইঙ্গিতই দিচ্ছে না অশান্ত সন্দেশখালি ৷ রবিবার সকাল থেকেই ভোজেরহাট এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয় ৷ সন্দেশখালিতে ঢোকার আগে বিরোধী শিবিরের একাধিক নেতা-মন্ত্রীকে আটকে দিয়েছে পুলিশ ৷ অন্যদিকে, রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু প্রবেশ করেন গ্রামে ৷ স্থানীয়দের অভাব-অভিযোগও শোনেন ৷ সংবাদ মাধ্যমের সামনে বারবার বাসিন্দারা নিজেদের ক্ষোভ উজাড় করে দিচ্ছেন ৷ গ্রাউন্ড জিরোয় রয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধি অয়ন নিয়োগী ও চিত্র সাংবাদিক ধীমান হালদার ৷ সেখানকার বাসিন্দাদের অভিযোগ ও সেখানকার পরিস্থিতি বারবার তুলে ধরছেন তাঁরা ৷

ইটিভি ভারতের প্রতিনিধির কাছে এক নির্যাতিতার অভিযোগ, "জোর করে জমি দখল করা হয়েছে ৷ টাকা দেওয়া হয়নি ৷ হকের টাকা চাইলে মারধর করা হতো ৷ জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে ৷ না খেতে পেয়ে মরতে হচ্ছে ৷" আর এক নির্যাতিতা বলেন, "আমাদের উপর জোরজুলুম হয়েছে। আবার আমাদের নামেই কেস করা হয়েছে ৷ দোষীদের শাস্তি না হলে এই প্রতিবাদ চলতে থাকবে ৷" স্থানীয়দের দাবি, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করুন ৷ এরপর সন্দেশখালির ঘটনা নতুন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.