বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'নারীশক্তি সম্মান সমাবেশ', দেখুন সরাসরি
Published : Mar 6, 2024, 11:35 AM IST
|Updated : Mar 6, 2024, 1:06 PM IST
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে বুধবার সকালেই সন্দেশখালি থেকে বারাসতে এসে পৌঁছেছে সন্দেশখালির গ্রামবাসীরা ৷ আর তাদের মধ্যে রয়েছেন সন্দেশখালির নির্যাতিতারা ৷ আজ এই সভা 'নারীশক্তি সম্মান সমাবেশ' ৷ এদিকে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে যৌন হেনস্তা, জমি দখল করার অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলারা ৷ এমনকী প্রতিবাদে তাঁরা ঝাঁটা, লাঠি নিয়ে সন্দেশখালির মেঠো রাস্তায় বিক্ষোভ দেখান ৷ নতুনপাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া, পুকুরপাড়া সমেত একাধিক গ্রাম থেকে দলবদ্ধ হয়ে মানুষজন সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে বারাসতে এই সভায় যোগ দিতে আসে ৷ এই জনসভাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে সন্দেশখালির নির্যাতিত মহিলাদের নিয়ে আসার বিষয়ে আগেই মনস্থির করেছিল রাজ্য বিজেপি ৷ তাঁদের মনের কথাও শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Last Updated : Mar 6, 2024, 1:06 PM IST