মথুরাপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 11:37 AM IST

Updated : May 24, 2024, 12:57 PM IST

thumbnail

শেষ দফায় আগামী 1 জুন উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম-সহ রাজ্যের মোট 7 কেন্দ্রে ভোট ৷ তার আগে জোর কদমে চলছে প্রচার ৷ এই দফাতেই ভাগ্য নির্ধারণ মথুরাপুরের তৃণমূল প্রার্থীর ৷ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে মেগা জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের চাঙ্গা করতেই সভা করছেন মমতা। সবদিক থেকেই এই আসন ধরে রাখা তৃণমলের কাছে তাৎপর্যপূর্ণ। এমনই পরিস্থিতিতে জয় সুনিশ্চিত করতে আসরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়া শারীরিক অসুস্থতার কারণে ভোটে লড়াই করতে পারছেন না ৷ ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তৃণমূলের বাপি হালদার ৷ তাঁকে জেতাতে দলের কর্মী-সমর্থকদের কী বার্তা দেন, নজর সেদিকেই ৷

Last Updated : May 24, 2024, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.