সিউড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 1:08 PM IST

Updated : Feb 18, 2024, 1:50 PM IST

thumbnail

Mamata Banerjee LIVE: বীরভূমের সিউড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আগে এই জেলায় বেশ কিছু জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করছেন রাজ্যের প্রশাসনিক বৈঠক ৷ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিততে এই নিয়ে দ্বিতীয়বার বীরভূম সফরে এলেন মুখ্যমন্ত্রী ৷ এর আগে বোলপুরে প্রশাসনিক সভা করেছেন তিনি ৷ এবার সিউড়িতে সভা করছেন ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের নিরিখে বোলপুরের থেকে বীরভূম লোকসভায় তৃণমূলের সংগঠন দুর্বল ৷ সেই জন্যই এবার মুখ্যমন্ত্রী সিউড়িতে সভা করছেন ৷ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ৷ এই সভা থেকেই জল প্রকল্প-সহ রাস্তা ও দেউচা-পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷ সভা শেষে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Feb 18, 2024, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.