10 বছরের সব অত্যাচারের হিসেব হবে, তৃণমূলকে তোপ শুভেন্দুর, দেখুন সরাসরি
Published : Mar 10, 2024, 1:07 PM IST
|Updated : Mar 10, 2024, 2:47 PM IST
তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে জনসভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর সভার অনুমতি দিয়েছে ৷ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনও সময় ন্যাজাট থানার আক্রাতলায় এই সভা করতে পারবেন শুভেন্দু ৷ সেই মতো রবিবার সকালে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ৷ তবে, এদিনের জনসভা থেকে তিনি কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না বলে শর্ত দিয়েছে হাইকোর্ট ৷ এই শর্ত অনুযায়ী সভা করতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ বিরোধী দলনেতা জানিয়েছেন, যে মাঠে সভা হচ্ছে সেখানে 10 থেকে 15 হাজার মানুষ জড়ো হতে পারবেন ৷ তবে বাইরে থেকে মানুষ তিনি আনতে পারবেন না বলেও জানিয়েছেন ৷ কারণ এদিনই ব্রিগেডের সমাবেশ রয়েছে তৃণমূলের ৷ সুতরাং শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন, স্থানীয় লোকেরাই এদিনের সভায় আসবেন ৷ সবমিলিয়ে আক্রমণ পালটা আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি ৷
Last Updated : Mar 10, 2024, 2:47 PM IST