আমাদের দলে ছিল আপদ, বিজেপিতে গিয়ে হয়েছে সম্পদ; নিশীথকে আক্রমণ মমতার, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 12:32 PM IST

Updated : Apr 4, 2024, 1:20 PM IST

thumbnail

বৃহস্পতির দুপুরে কোচবিহারে মহারথীদের মহারণ ৷ একদিকে কোচবিহার ও জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে কোচবিহারেই আসছেন কোচবিহারেরই রাশমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারসভা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কোচবিহারের মাথাভাঙার গুমানির উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে নির্বাচনী প্রচার করছেন ৷ তিনি জলপাইগুড়ির চালসা থেকে হেলিকপ্টারে মাথাভাঙায় পৌঁছবেন ৷ এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়ার সমর্থনে সভা করছেন তিনি ৷ এরপরে জলপাইগুড়ির মালবাজারে মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে দ্বিতীয় সভা রয়েছে ৷ এখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন মমতা ৷ সেখান থেকে মালবাজারে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী ৷ গত 31 মার্চ দুপুরে টর্নেডোর জেরে জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে যায় ৷ সেদিনই রাতে তিনি জলপাইগুড়ি আসেন ৷ তারপর থেকে এখানেই রয়েছেন ৷

Last Updated : Apr 4, 2024, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.