'ভয়ে ভয়ে থাকতাম-রাতে ঘুমোতে পারতাম না', ইটিভ ভারতকে আর কী বললেন সন্দেশখালির নির্যাতিতা

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 1:45 PM IST

thumbnail

Sandeshkhali Ground Zero: 52 দিন পরেও সন্দেশখালি আছে সন্দেশখালিতেই ৷ জাতীয় কমিশন সহ-একাধিক কমিশন থেকে রাজ্যে নেতা-মন্ত্রী ও বিরোধীরা বার বার গিয়েছেন সেখানকার মানুষদের দুর্দশার কথা শুনতে ৷ প্রশাসন আশ্বাসও দিয়েছে সমস্যার সমাধান হবে ৷ কিন্তু কবে হবে তার কোনও সদুত্তর নেই ৷ তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা ৷ উত্তম হাজরা ও শিবু সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ বারবার সামনে আসছে ৷ ঘটনাস্থলে রয়েছে ইটিভি ভারতের ক্যামেরাও ৷ গ্রাউন্ড জিরো থেকে সেই রিপোর্ট তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী ও চিত্রগ্রাহক ধীমান হালদার ৷ অশান্তির মাঝে ইটিভি ভারতের ক্যামেরা পৌঁছে গিয়েছে নির্যাতিতা পরিবারদের সঙ্গে কথা বলতে ৷ এক নির্যাতিতা অভিযোগ করে বলেন, "শিবু হাজরা ও উত্তম সর্দার ও শেখ শাহাজাহানের লোকজন আমাদের মারধর করেছে ৷ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এসে লিখিত অভিযোগ নিয়ে গিয়েছেন ৷ তাঁরা বলেছেন ভয়ের কারণ নেই ৷ পাশে আছেন ৷ এর আগে আমরা ভয়ে ভয়ে থাকতাম ৷ রাত হলে ঘুমোতে পারতাম না ৷ মহিলাদের উপর অত্যাচার করা হত ৷ অনিচ্ছা সত্ত্বেও মেয়ে-বউদের মিটিং-মিছিলে নিয়ে যাওয়া হত ৷ তাঁরা দেখতে সুন্দর মেয়েদেরকে ডেকে নিয়ে যেত ৷ এই অত্যাচারের সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি হোক ৷" দাবি তাঁদের ৷ এখন অশান্ত সন্দেশখালি শান্ত হবে কবে, সেই দিকেই এখন তাকিয়ে সাধারণ গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.