ETV Bharat / technology

ভিডিয়ো এডিটিংয়ে আগ্রহ ? কাজে আসতে পারে 6 বিনামূল্যের এআই টুল - AI Video Editing Tool

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 2:22 PM IST

Video Editing Tool, ভিডিয়ো এডিটিং ফ্রি টুল
ভিডিয়ো এডিটিংয়ের জন্য ফ্রি এআই টুল

Video Editing Tools: ভিডিয়ো এডিটিং করতে ভালোবাসেন ? আর এর জন্য সঠিক সফটওয়্যার খুঁজছেন ? তাহলে জেনে রাখুন এই 6টি বিনামূল্যের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল সম্পর্কে ৷

হায়দরাবাদ: সোশাল মিডিয়া এখন সারা বিশ্বে ট্রেন্ডিং করছে । তাই, অনেকেই বর্তমানে সোশাল মিডিয়া ইনফ্লুয়েনসার হতে চায় ৷ তবে, এই কাজটি সহজ নয় ৷ কারণ ভালো বিষয়বস্তুর উপস্থাপনাও দর্শকদের আকর্ষণ করার জন্য খুব গুরুত্বপূর্ণ । এর জন্য আপনাকে ভালো ভিডিয়ো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে । যা খুবই ব্যয়বহুল । ফলে সামর্থ না থাকায় অনেকেই তা ব্যবহার করতে পারেন না ৷ তবে আজকের আলোচনায় জেনে নেওয়া যাক সেরা ছ'টি এআই ভিডিয়ো এডিটিং টুল সম্পর্কে যা আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ।

ওপেন শট (OpenShot) : ওপেন শট একটি ওপেন সোর্স ভিডিয়ো এডিটর টুল । এটির ব্যবহার খুব সহজ ৷ এতে অনেক ভিডিয়ো ফরম্যাট এবং রেজোলিউশনে সাপোর্ট করে । এর মাধ্যমে আপনি ভিডিয়োতে বিভিন্ন সুন্দর এফেক্ট যোগ করার পাশাপাশি অডিয়োও পরিবর্তন করতে পারবেন ।

শটকাট (Shotcut) : শটকাট হল সবচেয়ে শক্তিশালী ভিডিয়ো এডিটর টুল । এটি কেবল নতুনদের জন্যই নয়, দক্ষ ভিডিয়ো এডিটরদের জন্যও কার্যকর । এতে অনেক ফরম্যাট সাপোর্ট করে । এর সাহায্যে 4K রেজোলিউশনের ভিডিয়ো এডিট করা যাবে । এতে অনেক ভালো ফিচার রয়েছে । যা ব্যবহার করে অডিয়ো এবং ভিডিয়োতে ফিল্টার যোগ করা যায় । ভিডিয়ো এডিটিংয়ের এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় ।

ভিডিয়ো ডট আই ও (VIDEO.IO) : এটি একটি অনলাইন ভিডিয়ো এডিটিং টুল ৷ এর অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে । এর মাধ্যমে অ্যানিমেশনও করা যায় । দ্রুত এবং সহজ ভিডিয়ো সম্পাদনার জন্য দুর্দান্ত একটি টুল এই ভিডিয়ো ডট আই ও। সুতরাং, এটি সোশাল মিডিয়া কন্টেন্ট নির্মাতা এবং বিপণনকারীদের জন্য খুব দরকারী । এর মৌলিক সংস্করণ (Basic Version) সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় । তবে, আপনাকে প্রো সংস্করণ (Pro Version) কিনতে হবে ।

ওয়াইজ কাট (Wise Cut) : ওয়াইজ কাট হল একটি এআই-চালিত ভিডিয়ো এডিটিং টুল । যা আপনার ভিডিয়োর মান বৃদ্ধি করবে । নড়বড়ে ভিডিয়ো ফুটেজ স্থির করবে । এই টুল দিয়ে রংও ঠিক করা যায় । তাছাড়া ভিডিয়োকে বিভক্ত করে দৃশ্যে রূপান্তর করা যায় এই টুলের সাহায্যে । এর মৌলিক সংস্করণ বিনামূল্যে ব্যবহার করা যেতে পারে । তবে প্রো সংস্করণের জন্য টাকা লাগে ৷

ক্লিপ চ্যাম্প (Clipchamp) : ক্লিপচ্যাম্প হল ইউজার ফ্রেন্ডলি সহজ এআই ভিডিয়ো এডিটিং টুল ৷ এর অনেক বৈশিষ্ট্য রয়েছে । এই টুলের মাধ্যমে ভিডিয়োয় ট্রিমিং, ক্রপিং এবং ট্রানজিশন করা যায় । যেহেতু এটি একটি AI-চালিত টুল, তাই আপনার ভিডিয়োর মানও উন্নত হবে এটি ব্যবহারে । এর আরেকটি সেরা গুণ হল, আপনি রিয়েল-টাইমে আপনার দলের সদস্যদের সঙ্গে বিষয়টি এডিট করতে পারেন । এর মৌলিক সংস্করণ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় । তবে আপনাকে প্রিমিয়াম সংস্করণ কিনতে হবে ।

দাভিনচি রিসলভ (Davinci Resolve) : এই এআই টুলটি পেশাগত স্তরের এডিটিংয়ের জন্য খুবই উপযোগী । এতে অনেক উন্নত বৈশিষ্ট্য রয়েছে । এটি চলচ্চিত্র এবং টিভিতে অনুষ্ঠান সম্পাদনা করতে ব্যবহৃত হয় । এই সফটওয়্যারের মাধ্যমে উন্নত কালার কারেকশন এবং কালার গ্রেডিং করা যায় । তাছাড়া 8K রেজোলিউশনে ভিজ্যুয়াল ইফেক্ট + মোশন গ্রাফিক্স-সহ ভিডিয়ো এডিটিং করা যায় । এটির বিনামূল্য সংস্করণ এবং একটি পেড সংস্করণ উভয়ই রয়েছে ।

আরও পড়ুন :

  1. সাবধান ! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ
  2. মহাকাশ নিয়ে আগ্রহ ? প্রশিক্ষণ দেবে ইসরো; জানুন আবেদনের পদ্ধতি
  3. এআই কুকুর করবে অপরাধের রহস্যভেদ, সাহায্য নেবে সেনাও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.