ETV Bharat / technology

সাবধান! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ - Hacking through USB Charger

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 1:51 PM IST

Cyber Crime, USB Charger through Hacking
পাবলিক প্লেসে ফোন চার্জ

Electronic Device Hacking Solution: বর্তমানে ইউএসবি চার্জারের মাধ্যমে সাইবার ক্রাইম সামনে এসেছে তা জুস জ্যাকিং নামে পরিচিত ৷ আকছার এই অপরাধের ঘটনা সামনে আসছে ৷ এই বিষয়টি এড়াতে কী করণীয়, বা কীভাবে হয় এই অপরাধ তা জানতে বিশেষজ্ঞের মতামত নির্ভর প্রতিবেদন ৷

হায়দরাবাদ: বাইরে গেলে বা দূরে কোথাও বেড়াতে গেলে আমরা অনেকেই পাবলিক প্লেসে (যেমন - বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বেড়ানোর কোনও স্পট ইত্যাদি) থাকা বোর্ডে ফোন চার্জ দিয়ে থাকি ৷ কিন্তু এবার সেইসব চার্জিং পয়েন্টগুলি ব্যবহার করার আগে দু'বার ভাবুন ৷ কারণ সেখান থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার ফলে আপনার ফোনে থাকা সবরকম তথ্য হ্যাকারদের কাছে চলে যাচ্ছে ৷ তারপরই জালিয়াতির শিকার হচ্ছেন আপনি ৷ এভাবেই দেশে উত্তরোত্তর বাড়ছে ইউএসবি চার্জারের মাধ্যমে সাইবার ক্রাইমের ঘটনা ৷

ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এই ধরনের জুস-জ্যাকিং আক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে । সংস্থাটি একটি টুইটের মাধ্যমে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে ৷ যাতে লেখা ছিল, "সাইবার অপরাধীরা খারাপ কার্যকলাপের জন্য বিমানবন্দর, ক্যাফে, হোটেল এবং বাসস্ট্যান্ডের মতো সর্বজনীন স্থানে ইনস্টল করা USB চার্জিং পোর্ট ব্যবহার করতে পারে ৷ এই ধরনের USB চার্জিং স্টেশনগুলিতে আপনার ইলেকট্রনিক ডিভাইস চার্জ করলে জুস-জ্যাকিং সাইবার আক্রমণের শিকার হতে পারেন আপনিও ।"

ইউএসবি চার্জার অপরাধ কী ?

সাইবার অপরাধীরা এখন ইউএসবি চার্জিং পয়েন্টের মাধ্যমে লোকেদের টার্গেট করছে ৷ যার মাধ্যমে তারা সমস্ত সংযুক্ত ডিভাইস থেকে ডেটা চুরি করে বা তাদের ম্যালওয়্যার ইনস্টল করে । এই কৌশলটির নাম ‘জুস জ্যাকিং’। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ওয়েটিং রুম, হোটেল এবং ক্যাফেতে ইউএসবি চার্জিং পয়েন্ট ব্যবহার করা লোকেদের এমন সাইবার জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকি রয়েছে ।

জুস জ্যাকিং কী ?

ইউএসবি চার্জারের মাধ্যমে নতুন সাইবার অপরাধের নাম হল জুস জ্যাকিং ৷ যেখানে সাইবার অপরাধীরা USB-এর মাধ্যমে ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করে, আপনার মোবাইল ডেটা চুরি করে ৷ এটি সাইবার অপরাধীদের মোবাইল ডিভাইসে দূরবর্তী অ্যাক্সেস দেয় । অর্থাৎ, আপনার ফোনটি তারা পরিচালনা করতে পারে অনেক দূরে থেকেও ৷

নিজেকে কীভাবে বাঁচাতে যা করবেন :

  • ইউএসবি পোর্ট চার্জিংয়ের পরিবর্তে চার্জ করার জন্য সরাসরি বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করুন । এছাড়াও, আপনি ভ্রমণের সময় নিজস্ব পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন ৷ তাতে নিরাপদ থাকা যায় ৷
  • বৈদ্যুতিন ডিভাইসগুলিকে অজানা ডিভাইসের সঙ্গে পেয়ার করা এড়িয়ে চলুন ৷ ব্যবহারের প্রয়োজন না থাকলে ব্লুটুথ এবং ওয়াইফাই হটস্পট বন্ধ রাখুন । ওয়াইফাই হটস্পটগুলির জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে কেউ তা হ্যাক করতে না পারে ।
  • বৈদ্যুতিন ডিভাইসটি বন্ধ করে চার্জ দেওয়ার চেষ্টা করুন ৷ এতে দ্রুত চার্জ হতেও সাহায্য করে এবং সাইবার আক্রমণের ঝুঁকিও কমায় ।
  • আপনার ডিভাইসগুলিকে নিরাপদ রাখতে অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করুন (উদাহরণস্বরূপ, ম্যালওয়্যার বাইট)। শুধুমাত্র অফিসিয়াল সাইট বা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের মতো অফিসিয়াল স্টোর থেকেই অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করুন নচেৎ বিপদ হতে পারে ।
  • আপনার ফোন এবং মোবাইল অ্যাপ্লিকেশন সবসময় আপডেট রাখুন ।

জুস জ্যাকিংয়ের কবলে পড়েছেন জানতে পারলে কী করবেন ?

  • অবিলম্বে আপনার ফোন এয়ার প্লেন মোডে চালু করুন
  • কোনও অবাঞ্ছিত সন্দেহজনক অ্যাপ্লিকেশনের ফোনে রয়েছে কি না, জন্য আপনার ডিভাইস পরীক্ষা করুন ৷ যত দ্রুত সম্ভব সেটি আন-ইনস্টল করুন ৷
  • অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ডিভাইস স্ক্যান করুন ৷

কীভাবে এই অপরাধের বিষয়টি রিপোর্ট করবেন ?

সাইবার ক্রাইম (সাইবার জালিয়াতি) সম্পর্কে অভিযোগ নথিভুক্ত করতে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (National Cyber Crime Reporting Portal) বা হেল্পলাইন নম্বর: 1930-এ যোগাযোগ করতে পারেন । এছাড়াও অভিযোগ দায়ের করার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন । cybercrime.gov.in-এর মাধ্যমে একটি অনলাইন অভিযোগ দায়ের করা যেতে পারে ৷

রিপোর্ট করতে কী কী তথ্য দিতে হবে আপনাকে ?

অনলাইন লেনদেন, লটারি স্ক্যাম, এটিএম লেনদেন, ভুয়ো কল বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে সম্পর্কিত একটি সাইবার জালিয়াতির মামলা দায়ের করতে, আপনাকে FIR এর সঙ্গে নিম্নলিখিত জিনিসগুলি সংযুক্ত করতে হবে :

  • আপনার সঙ্গে যে প্রতারণা হয়েছে সেই লেনদেনের প্রমাণ
  • আপনার অভিযোগের সমর্থনকারী প্রমাণ ৷ যেমন - ব্যাঙ্ক স্টেটমেন্ট, ঠিকানা, আইডি প্রুফ এবং কোনও সন্দেহজনক বার্তা বা ইমেল যদি পেয়ে থাকেন ৷

আরও পড়ুন :

  1. ফেসবুকের অ্যাপসে ছবি আপলোড করলেই হয়ে যাচ্ছেন বিদেশি, কমে যাচ্ছে বয়সও; সাবধান হওয়ার বার্তা পুলিশের
  2. প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের
  3. সিসিটিভি হ্যাক! ইউটিউবারের নগ্নদৃশ্য ভাইরাল হল সোশালে, এফআইআর দায়ের থানায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.