ETV Bharat / bharat

Hacking by Bluebugging: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

author img

By

Published : Feb 1, 2023, 3:32 PM IST

হ্য়াকারদের নতুন অস্ত্র ব্লুবাগিং (Hacking by Bluebugging) ! সহজ করে বললে, এখন প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহার করলে বিপদ বা়ডতে পারে ৷ সাইবার বিশেষজ্ঞদের অনুমান, দশ মিটার দূরে থেকে ব্লুটুথের সাহা৷য্যে তথ্য চুরি করে নেওয়া যায় ৷

Hackers using Bluebugging method to hack smartphones in public places
প্রতীকী ছবি

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: ইদানীংকালে স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহারকারীদের মধ্যে ব্লুটুথ ব্যবহারের প্রবণতা বেড়েছে ৷ বিশেষত, বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে, বা পছন্দের গান শুনতে ব্যাপক হারে ব্লুটুথ ব্যবহার করা হয় ৷ এমনকী, অনেকেই প্রকাশ্য়ে (Public Place) ব্লুটুথ ব্যবহার করেন ৷ আর তাতেই পোয়াবারো হয়েছে সাইবার অপরাধীদের ৷ তথ্য বলছে, প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারের ফলে হ্যাকাররা সহজেই সেইসব স্মার্টফোন বা স্মার্টওয়াচ হ্যাক করে ফেলছে ৷ মুহূর্তে হ্য়াকারের ডিভাইসে চলে যাচ্ছে ব্লুটুথ ব্যবহারকারীর তথ্যভাণ্ডার ! তথ্যচুরির এই নয়া ফরমুলাকে বলা হচ্ছে 'ব্লুবাগিং' (Hacking by Bluebugging) ৷

বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাইবার বিশেষজ্ঞরাও ৷ তাঁরা সকলেই বলছেন, তথ্যচুরি এড়াতে আরও সতর্ক হতে হবে আমজনতাকে ৷ স্মার্টফোন কিংবা স্মার্টওয়াচের ব্লুটুথ চালু করে আর কানে ইয়ার পড গুঁজে গান শোনার অভ্যাসে লাগাম টানতে হবে ৷ তা না হলে এর বড়সড় খেসারত দিতে হতে পারে ৷

আরও পড়ুন: হায়দরাবাদের আইটি কর্মীর কাছ থেকে 6 ঘণ্টায় 18 লক্ষ টাকা লুট সাইবার অপরাধীদের

পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ইদানীং সারাদেশে এই ধরনের ঘটনা ঘটছে ৷ সাইবার ক্রাইম বিভাগের কাছে এমন অনেক অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ব্লুবাগিংয়ের মাধ্যমে অভিযোগকারীর গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্যভাণ্ডার চুরি করে নেওয়া হয়েছে !

তবে, তথ্যচুরির এই নয়া ফরমুলাতেও পুরনো কিছু অভ্যাস বজায় রেখেছে সাইবার অপরাধীরা ৷ প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারকারীর ফোন অথবা ঘড়িতে প্রথমে একটি মেসেজ পাঠাচ্ছে তারা ৷ সেই মেসেজে থাকছে একটি বিশেষ লিংক ৷ সেই লিংকে 'ক্লিক' করলেই সর্বনাশ ! তার ফলে মুহূর্তে ব্লুটুথ ব্যবহারকারীর ঘড়ি বা ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে সাইবার অপরাধীদের হাতে ৷ বলা হচ্ছে, সর্বাধিক 10 মিটার দূরত্বসীমা বা রেঞ্জের ব্লুটুথ চালু রাখা স্মার্টফোন বা স্মার্টওয়াচে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে তা হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা ৷ এই বিষয়ে তাই ব্লুটুথ ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.