ETV Bharat / technology

বিলের ভয়ে গরমে এসি বন্ধ ! খরচ নিয়ন্ত্রণে রাখতে রইল বেশ কিছু টিপস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 12:47 PM IST

Updated : Jan 24, 2024, 12:59 PM IST

How to Use AC: গরম পড়লেই বাড়তে থাকে এসি বা এয়ার কন্ডিশনের ব্যাবহার ৷ আর এয়ার কন্ডিশন চালানো মানেই বিদ্যুতের বিল লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ৷ দ্য কনভারশেসন নামক একটি ওয়েবসাইটে সিএসআইআরও-র সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট মার্ক গোল্ডসওয়ার্দি এসি ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটি তথ্য দিয়েছেন ৷

How to Use AC
এসি

হায়দরাবাদ, 24 জানুয়ারি: আজ প্রায় অধিকাংশ বাড়িতে এসি-র ব্যাবহার উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে ৷ এসি চালানো মানেই বিপুল পরিমাণে বিদ্যুতের খরচ ৷ উদাহরণ হিসsবে বলা যেতে পারে সারাদিন বাড়িতে সমস্ত আলো জ্বালালে যতটা না বিদ্যুতের খরচ হয়, রাতের বেলায় মাত্র এক ঘণ্টা এসি চালালে সেই পরিমাণ বিদ্য়ুত খরচ হয় ৷ শুধু যে আর্থিকক্ষতি হয় তা নয়, অনিয়ন্ত্রিত এসি চালানোর প্রভাবে পরিবেশ দূষণ বেড়ে যায় ৷ তবে কয়েকটি নিয়ম মেনে চললেই সহজেই এই সাধারণ সমস্যা এড়ানো যায় ৷

অনেকেই মনে করেন ঘণ্টা খানেক কম তাপমাত্রায় এসি চালিয়ে ঘর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর মেশিনটি বন্ধ করে দিলে বিদ্যুতের বিলে অনেকটাই সাশ্রয় হয় ৷ এই ধারণা একেবারেই ভুল ৷ ফল উলটো টাই হয় ৷ অত্যধিক কম তাপমাত্রায় (17 ডিগ্রি সেলসিয়াস) দ্রুত ঘর ঠান্ডা করতে গিয়ে বিদ্যুৎ খরচ বেশি হয় ৷ কারণ ঘরের গরম আবহাওয়াকে দ্রুত ঠান্ডা করতে গিয়ে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় ৷ পরিবর্তে যদি ধীরে ধীরে ঠান্ডা করা হয় তবে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায় ৷ আরও ভালো হয় যদি ঘরটিকে যতটা সম্ভব বাইরের তাপমাত্রা থেকে রক্ষা করা যায় ৷ প্রাকৃতিক উপায়ে ঘরটিকে ঠান্ডা রাখা ৷

ঘর ঠান্ডা রাখার জন্য কী কী করবেন:

  • ঘরের জানালা- দরজা বন্ধ রাখুন ৷
  • ঘরে ড্রাফট স্টপার ব্যবহার করতে পারেন ৷ যাতে ঘরে গরম হাওয়া প্রবেশ করতে না পারে ৷
  • ঘরের মধ্যে গাছ লাগাতে পারেন ৷ এতে ঘরের তারমাত্রা নিয়ন্ত্রণে থাকবে ৷
  • বিশেষ করে বাড়ির উত্তর এবং পশ্চিম দিকের বাইরের শেডিং লাগাতে পারেন সূর্যলোকের তাপ থেকে বাড়িকে রক্ষা করতে ৷
  • বাড়ির ছাদ ও সিলিং এমনভাবে তৈরি করা দরকার যাতে সূর্যের তাপ ভিতরে প্রবেশ করতে না পারে ৷
  • খুব গরমে ওভেন এবং কুকটপ ব্যবহার কম করুন ৷
  • ছাদে সোলার সিস্টেম লাগালেও সূর্যের তাপ আসা কমে যায় ৷ এর ফলে আপনার বাড়ি অনেক ঠান্ডা থাকে ৷

গরমে এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ বিলে আশ্রয় করবেন:

এসি চালানোর সময় কয়েকটি বিষয়ে নজর দিলেই সহজেই রাশ টানা যাবে বিদ্যুৎ বিলে ৷ প্রথমেই এসি মেশিনটি 17 ডিগ্রি সেলসিয়াসে না চালিয়ে একটি বেশি তাপমাত্রায় রাখার চেষ্টা করুন ৷ যাতে ঘরের তাপমাত্রার সঙ্গে এসির তাপমাত্রার খুব একটা তারতম্য় না হয় ৷ যেমন এসি চালু করার সময় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারেন ৷ ঘর ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলে এসির তাপমাত্রা কমিয়ে দিন ৷ ঘরের পরিধি অনুযায়ী এসি কিনুন ৷ এসি কেনার আগে অব্যশই বিদ্যুত সাশ্রয়ী স্টার রেটিং দেখে কিনবেন ৷

নিয়মিত এসি সার্ভিসিং:

নিয়মিত এসি বা এয়ার কন্ডিশনার মেশিনটি সার্ভিস করা অত্যন্ত জরুরি ৷ দীর্ঘ দিন ব্যবহারের ফলে এসি-তে থাকা সিলিং ফ্যানে ধুলো জমতে থাকে ৷ ফলে এসিতে থাকা ফ্যানের উপর চাপ পড়ে ৷ তাই বিদ্যুৎ খরচও বেশি হয় ৷ এসি লাগানোর সময় বাইরের ইউনিট যাতে ঠিক থাকে সে দিকে নজর রাখুন ৷ ঘরের মধ্যে থাকা ইউনিটের সার্ভিসের পাশপাসি বাইরে ইউনিটও সার্ভিস করতে হবে ৷ বাইরের ইউনিটে বসানোর সময় যদি তা ঠিকভাবে না লাগানো হয় তবে বিদ্যৎ খরচ আরও বেড়ে য়ায় ৷ শুধুমাত্র গরমকালেই নয় ৷ শীতকালেও ব্যবহার করা যায় ৷ ঘরের তাপমাত্রা গরমকরতে ব্যবহার করা যায় এয়ার কন্ডিশন ৷ এই কয়েকটি নিয়ম মেনে চললে সহজেই নিয়ন্ত্রণে থাকেব এসির বিল ৷

কীভাবে এসি নির্বাচন করবেন:

ঘরের পরিধি অনুযায়ী এসি কিনুন ৷ খুব বড় ঘরে ছোট এসি বা এয়ার কন্ডিশনার মেশিন না লাগানোই ভালো ৷ ঘর বড় হওয়ায় ঠান্ডা হতে অনেক সময় লাগে ৷ আবার ছোট ঘরে বড় এসি লাগানো অযৌক্তিক ৷ একারণেই বিদ্যুৎ বেশি খরচ হয় ৷ তাই ঘরে পরিধি অনুয়ায়ী এসি কেনা দরকার ৷ কেনার আগে প্রয়োজনে বিশষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন ৷ এসি কেনার আগে অব্যশই বিদ্যুত সাশ্রয়ী স্টার রেটিং দেখে কিনবেন ৷

আরও পড়ুন:

  1. হাড়ের স্বাস্থ্য থেকে রক্তস্বল্পতা দূর করা, শীতে কিশমিশ খাওয়ার অনেক উপকারিতা
  2. মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে হাঁটুন, আছে অন্য উপকারও
  3. দিনে দেড় ঘণ্টা, সপ্তাহে পাঁচ দিন নাচলেই দ্রুত কমবে ওজন, পড়ুন বিস্তারিত
Last Updated : Jan 24, 2024, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.