বহরমপুর, 20 মার্চ: বৃহস্পতিবারই বহরমপুর আসছেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান । সেলিব্রিটি প্রার্থীর বহরমপুরে থাকার বন্দোবস্ত করে ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্ব । যদিও বিশ্বকাপজয়ীর নিরাপত্তাজনিত কারণে এখনই তা সামনে আনতে নারাজ দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, বহরমপুর শহরের লালদিঘি পাড় এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট ঠিক করা হয়েছে । এদিকে প্রার্থী নিজের কেন্দ্রে প্রচারে আসার আগেই তৃণমূল নেতৃত্ব হুমায়ুন কবীরের সুর নরম করতে পেরেছে । ইউসুফ পাঠানের হয়ে প্রচারেও রাজি হয়েছেন ভরতপুরের বিদ্রোহী বিধায়ক ।
10 মার্চ ব্রিগেডের সভা থেকে বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকেই মুর্শিদাবাদের ক্রীড়াপ্রেমী-সহ বিভিন্ন মহল ইউসুফ পাঠানকে কাছ থেকে দেখার জন্য মুখিয়েছিল। অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিরোধী দলের সমর্থকরাও ইউসুফকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। ইউসুফের সঙ্গে সেলফি তোলার স্বপ্ন দেখতে শুরু করেছে যুব সমাজ।
অবশেষে গুজরাত থেকে আগামিকাল বহরমপুরে আসছেন ইউসুফ। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘আগামিকালই শহরে ঢুকছেন ইউসুফ। থাকার জায়গাও চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী চাইলে বিকল্প ব্যবস্থাও করা হবে। তবে এখনই থাকার জায়গায় নাম সামনে আনতে দলীয় স্তরে মানা রয়েছে। বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সেরেই অধীরের পিচে ব্যাটিংয়ে নামবেন ইউসুফ ।’’
অন্যদিকে, বহরমপুর কেন্দ্রে বিশ্বজয়ী ক্রিকেটারের নাম ঘোষণা হতেই বেঁকে বসেছিলেন হুমায়ুন কবীর। বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক ৷ দলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম এসেও চিড়ে ভেজাতে পারেননি। পৌরমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন বলেছিলেন, ‘‘যে সমস্যা সমাধান করতে পারে না, তাঁর কথা মানি না । মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যা বলবেন, তাই শুনব ।’’ হুমায়ুনের ওই মন্তব্যে দলের অন্দরে অস্বস্তি বেড়েছিল । অবশেষে সেই অস্বস্তির মেঘও কেটেছে ।
আরও পড়ুন: