ETV Bharat / state

খাস কলকাতায় তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ, গ্রেফতার পরিচিত দুই যুবক

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 5:52 PM IST

Updated : Mar 12, 2024, 7:26 PM IST

Etv Bharat
Etv Bharat

Gang Rape in Kolkata: প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করেন তরুণী । অভিযুক্তরা হল বিকাশ দত্ত, শ্রীকান্ত, চন্দন গুপ্ত । বিকাশ ও চন্দনকে গ্রেফতার করলেও এখনও অধরা শ্রীকান্ত ৷

কলকাতা, 12 মার্চ: খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ । নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তরা বিকাশ দত্ত, শ্রীকান্ত, চন্দন গুপ্ত । বিকাশ ও চন্দন পুলিশের জালে ধরা পড়লেও এখনও অধরা আরেক অভিযুক্ত শ্রীকান্ত । তার খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করেন তরুণী । ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তরুণীর পরিচিত দুই যুবক তাঁকে রাতে চা খাওয়ার জন্য ডাকে । গাড়ির মধ্যে সেই সময়ে এই ধৃত দুই যুবক ছাড়াও ছিল অন্য এক যুবক । চা খাওয়ার নাম করে গাড়িতে তোলা হয় ওই তরুণীকে । অভিযোগ, এরপরে ওই তরুণীকে গাড়ির মধ্যেই গণধর্ষণ করা হয় । তারপরে তাঁকে রুবির মোড় থেকে সোজা বাইপাস ধরে ঘুরিয়ে ফের প্রগতি ময়দান এলাকায় ছেড়ে দেওয়া হয় ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তরুণীর সঙ্গে ওই যুবকদের পরিচয় ছিল । গত 10 মার্চ তরুণীকে চা খাওয়ার জন্য ডাকে তারা । তরুণীর অভিযোগ, সেই সময় অভিযুক্তরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল । 11 মার্চ প্রগতি ময়দান থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও এই ঘটনার তদন্তে নামে । ওই এলাকা থেকেই এই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরেক অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ।

গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে । পাশাপাশি ওই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে ।’’

আরও পড়ুন:

  1. স্কুল থেকে ফেরার সময় ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে
  2. চকোলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী যুবক
  3. যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল
Last Updated :Mar 12, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.