ETV Bharat / state

যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল

Child Rights: ধর্ষণ বা কোনওরকম যৌন নিগ্রহের শিকার শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন হুগলির পায়েল ৷ এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও কাজ করছে তাঁর সংগঠন ৷ নারী দিবস স্পেশালে আজ তাঁরই কাহিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 9:37 PM IST

Updated : Mar 8, 2024, 11:24 AM IST

Etv Bharat
Etv Bharat
যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল

ভদ্রেশ্বর, 7 মার্চ: যৌন নির্যাতন, ধর্ষণ, যৌন নিগ্রহ ৷ এই শব্দগুলি শুনলেই আতঙ্ক গ্রাস করে আমাদের ৷ আর যে সমস্ত শিশুরা এর শিকার হয় তারা অচিরেই সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় ৷ এহেন পরিস্থিতিতে ওদের বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে ৷ এই ছোট ছোট মুখগুলির চ্যালেঞ্জিং জীবন দেখে ওদের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন ভদ্রেশ্বরের পায়েল রায় ৷ শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি রীতিমতো ফিল্ডে নেমে ওদের জন্য আইনি ও আর্থিকভাবে লড়তে শুরু করেন ৷ গড়ে তোলেন 'সহজপাঠ' ৷

চ্যালেঞ্জের কাজ বরাবরই টানে পায়েলকে ৷ সেই থেকেই শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করার ইচ্ছে ৷ পরিবারে বাবা ছাড়াও তিন বোন তাঁরা । বছর 29-এর পায়েলের পড়াশোনা শিশুদের অধিকার ও আইন নিয়ে ৷ ভদ্রেশ্বরের ধর্মতলা গার্লস স্কুল থেকে পড়াশোনা করে উত্তরপাড়া প্যারিমোহন কলেজে বাংলায় স্নাতক হন পায়েল ৷ কলকাতায় 2 বছর চাকরির সুবাদে সেখানকার পথ শিশুদের দুর্দশা তাঁর মনকে নাড়া দেয় । সেখানে থেকেই অবহেলিত শিশুদের নিয়ে কাজ করার চিন্তাভাবনা আরও প্রকট হয় ৷ তারপর 2016 সালে তাঁরা তিন বন্ধু মিলে 'সহজপাঠ' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন ৷ আগামী দিনে পায়েলের ইচ্ছে বীরভূমের প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে স্কুল করার ।

Child Rights
বাচ্চাদের সঙ্গে ক্যারম খেলার মুহূর্তে পায়েল

চন্দননগরের প্রবর্তক আশ্রম ও কোন্নগর অনাথ আশ্রম-সহ বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে কাজ শুরু হয় । চাকরি ছেড়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনা টাটা ইনস্টিটিউট সোশাল সায়েন্সে । এরপরই চাইল্ড লাইনে সঙ্গে যুক্ত হন 2021 সালে । তারপর থেকেই এক সংস্থার মাধ্যমে ছত্তিশগড়, গয়া ও দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ ও শিশু পাচারের বিরুদ্ধে একাধিক প্রোজেক্টে কাজ করা শুরু করেন পায়েল ।

এরপর ইটভাটা ও বিভিন্ন স্টেশনের পথশিশুদের নিয়ে কাজ করা শুরু । তাদের পড়াশোনা, খাওয়া ও জামাকাপড় দেওয়ার দায়িত্ব নেন পায়েল । এই কাজে বহু সহৃদয় মানুষকে পাশে পান তিনি ৷ 2022 সালে বসিরহাটে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে কাজ করার সময় বহু বাধা আসে ৷ এছাড়াও মালদা, নৈহাটি ও শান্তিনিকেতনের মতো শহরে 10 থেকে 14 বছর বয়সি নাবালিকাদের সঙ্গে যৌন নিগ্রহের বিরুদ্ধে লড়াই করছে । বর্তমানে চারজন নিগৃহীতা যুবতিকে আইনি ও পড়াশোনায় সাহায্য করা হচ্ছে তাদের সুপ্রতিষ্ঠিত করার জন্য ।

শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য 2022 সালে বোকারো কলেজে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন পায়েল ৷ 6 মাস আগে উত্তরপাড়া জুভেনাইল জাস্টিস বোর্ডের আইনজীবী শুভদীপ নাথের অধীনে জুনিয়র আইনজীবী হিসেবে কাজে যুক্ত হন পায়েল । তাঁর লড়াই শিশুদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে । শিশুদের যৌন নির্যাতনে অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পায় সেই চেষ্টা করবেন ।

পায়েলের কথায়, "ধর্ষণ কথাটা শুনলে আমরা সবাই খুব ভয় পাই । আর শিশুরা এর শিকার হলে সেটা আরও চ্যালেঞ্জের হয়ে যায় । তাই সেই সমস্ত শিশুদের পড়াশোনা ও সুরক্ষার জন্য কাজ শুরু করি । নিজের জেলা ও অন্যান্য রাজ্যেও কাজ করি । পশ্চিমবঙ্গে চারটি শিশুর ধর্ষণের স্বীকার হয়েছে । তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ করছি । আগামী দিনে শান্তিনিকেতনে আদিবাসী ও দুঃস্থ শিশুদের পড়াশোনার জন্য স্কুল খোলার চিন্তাভাবনা আছে । আমাদের স্বেচ্ছাসেবী সংস্থায় একজন চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক রয়েছেন । তাঁরা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করে । শিশুদের সুরক্ষা মানে আইনের জ্ঞান থাকা প্রয়োজন । সেইজন্যই আইন নিয়ে পড়াশোনা করা ।"

অনেক বাধা বিপত্তি পেরিয়ে 8 বছর ধরে ওদের জন্য কাজ করে চলেছেন পায়েল ৷ লক্ষ্য একটাই, নির্যাতনের শিকার শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানো ৷

আরও পড়ুন :

  1. রেশনে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি বাংলার প্যাডম্যানের
  2. রিল লাইফের প্যাডম্যান ধরা দিলেন রিয়েল লাইফে, চিত্র জঙ্গলমহলের
  3. শিশু দিবসে আগ্রহ নেই, খাবারের টোটো এলেই থালা হাতে দৌড়ে বটগাছের নীচে লাইন দেয় ওরা

যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল

ভদ্রেশ্বর, 7 মার্চ: যৌন নির্যাতন, ধর্ষণ, যৌন নিগ্রহ ৷ এই শব্দগুলি শুনলেই আতঙ্ক গ্রাস করে আমাদের ৷ আর যে সমস্ত শিশুরা এর শিকার হয় তারা অচিরেই সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় ৷ এহেন পরিস্থিতিতে ওদের বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে ৷ এই ছোট ছোট মুখগুলির চ্যালেঞ্জিং জীবন দেখে ওদের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন ভদ্রেশ্বরের পায়েল রায় ৷ শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি রীতিমতো ফিল্ডে নেমে ওদের জন্য আইনি ও আর্থিকভাবে লড়তে শুরু করেন ৷ গড়ে তোলেন 'সহজপাঠ' ৷

চ্যালেঞ্জের কাজ বরাবরই টানে পায়েলকে ৷ সেই থেকেই শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করার ইচ্ছে ৷ পরিবারে বাবা ছাড়াও তিন বোন তাঁরা । বছর 29-এর পায়েলের পড়াশোনা শিশুদের অধিকার ও আইন নিয়ে ৷ ভদ্রেশ্বরের ধর্মতলা গার্লস স্কুল থেকে পড়াশোনা করে উত্তরপাড়া প্যারিমোহন কলেজে বাংলায় স্নাতক হন পায়েল ৷ কলকাতায় 2 বছর চাকরির সুবাদে সেখানকার পথ শিশুদের দুর্দশা তাঁর মনকে নাড়া দেয় । সেখানে থেকেই অবহেলিত শিশুদের নিয়ে কাজ করার চিন্তাভাবনা আরও প্রকট হয় ৷ তারপর 2016 সালে তাঁরা তিন বন্ধু মিলে 'সহজপাঠ' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন ৷ আগামী দিনে পায়েলের ইচ্ছে বীরভূমের প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে স্কুল করার ।

Child Rights
বাচ্চাদের সঙ্গে ক্যারম খেলার মুহূর্তে পায়েল

চন্দননগরের প্রবর্তক আশ্রম ও কোন্নগর অনাথ আশ্রম-সহ বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে কাজ শুরু হয় । চাকরি ছেড়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনা টাটা ইনস্টিটিউট সোশাল সায়েন্সে । এরপরই চাইল্ড লাইনে সঙ্গে যুক্ত হন 2021 সালে । তারপর থেকেই এক সংস্থার মাধ্যমে ছত্তিশগড়, গয়া ও দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ ও শিশু পাচারের বিরুদ্ধে একাধিক প্রোজেক্টে কাজ করা শুরু করেন পায়েল ।

এরপর ইটভাটা ও বিভিন্ন স্টেশনের পথশিশুদের নিয়ে কাজ করা শুরু । তাদের পড়াশোনা, খাওয়া ও জামাকাপড় দেওয়ার দায়িত্ব নেন পায়েল । এই কাজে বহু সহৃদয় মানুষকে পাশে পান তিনি ৷ 2022 সালে বসিরহাটে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে কাজ করার সময় বহু বাধা আসে ৷ এছাড়াও মালদা, নৈহাটি ও শান্তিনিকেতনের মতো শহরে 10 থেকে 14 বছর বয়সি নাবালিকাদের সঙ্গে যৌন নিগ্রহের বিরুদ্ধে লড়াই করছে । বর্তমানে চারজন নিগৃহীতা যুবতিকে আইনি ও পড়াশোনায় সাহায্য করা হচ্ছে তাদের সুপ্রতিষ্ঠিত করার জন্য ।

শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য 2022 সালে বোকারো কলেজে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন পায়েল ৷ 6 মাস আগে উত্তরপাড়া জুভেনাইল জাস্টিস বোর্ডের আইনজীবী শুভদীপ নাথের অধীনে জুনিয়র আইনজীবী হিসেবে কাজে যুক্ত হন পায়েল । তাঁর লড়াই শিশুদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে । শিশুদের যৌন নির্যাতনে অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পায় সেই চেষ্টা করবেন ।

পায়েলের কথায়, "ধর্ষণ কথাটা শুনলে আমরা সবাই খুব ভয় পাই । আর শিশুরা এর শিকার হলে সেটা আরও চ্যালেঞ্জের হয়ে যায় । তাই সেই সমস্ত শিশুদের পড়াশোনা ও সুরক্ষার জন্য কাজ শুরু করি । নিজের জেলা ও অন্যান্য রাজ্যেও কাজ করি । পশ্চিমবঙ্গে চারটি শিশুর ধর্ষণের স্বীকার হয়েছে । তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ করছি । আগামী দিনে শান্তিনিকেতনে আদিবাসী ও দুঃস্থ শিশুদের পড়াশোনার জন্য স্কুল খোলার চিন্তাভাবনা আছে । আমাদের স্বেচ্ছাসেবী সংস্থায় একজন চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক রয়েছেন । তাঁরা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করে । শিশুদের সুরক্ষা মানে আইনের জ্ঞান থাকা প্রয়োজন । সেইজন্যই আইন নিয়ে পড়াশোনা করা ।"

অনেক বাধা বিপত্তি পেরিয়ে 8 বছর ধরে ওদের জন্য কাজ করে চলেছেন পায়েল ৷ লক্ষ্য একটাই, নির্যাতনের শিকার শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানো ৷

আরও পড়ুন :

  1. রেশনে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি বাংলার প্যাডম্যানের
  2. রিল লাইফের প্যাডম্যান ধরা দিলেন রিয়েল লাইফে, চিত্র জঙ্গলমহলের
  3. শিশু দিবসে আগ্রহ নেই, খাবারের টোটো এলেই থালা হাতে দৌড়ে বটগাছের নীচে লাইন দেয় ওরা
Last Updated : Mar 8, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.