কলকাতা, 9 মার্চ: আগামী শুক্রবার অর্থাৎ 15 মার্চ আমজনতার জন্য গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। শনিবার বিবৃতি দিয়ে জানালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 45 মিনিটে। তবে রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে 12 মিনিট অন্তর এবং অন্য সময়ে 15 মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মোট 130টি মেট্রো এই রুটে চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে এর সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রোর চলাচল শুরু হবে। জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে 25 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে 8টায় ৷ শেষ মেট্রো দুপুর 3টে 35 মিনিটে। এখানে শনিবার এবং রবিবার মেট্রো পরিষেবা মিলবে না। অন্যদিকে রুবি-গড়িয়া মেট্রোপথে 20 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। সকাল 9টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে রুবি এবং গড়িয়া স্টেশন থেকে। শেষ মেট্রো ছাড়বে বিকেল 4টে 40 মিনিটে। এই রুটেও শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
ইতিমধ্যে ভাড়াও নির্ধারিত হয়েছে। হাওড়া থেকে হাওড়া ময়দান-5 টাকা ৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড-10 টাকা ৷ হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান- 15 টাকা ভাড়া ৷ হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধি রোড- 20 টাকা ৷ হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক- 20 টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার- 25 টাকা ৷ হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট)- 25 টাকা ভাড়া ৷
উল্লেখ্য, এদিন সকালেই কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) এর ম্যানেজিং ডিরেক্টর ভিকে শ্রীবাস্তব শীঘ্রই মেট্রো পরিষেবার বিষয়ে আভাস দিয়েছিলেন ৷
তিনি জানিয়েছিলেন, এখন কোন রুটের কোথায় কত কর্মী মোতায়ন রাখতে হবে সেটা চূড়ান্ত করা হচ্ছে। স্টেশন নিরাপত্তা থেকে শুরু করে বুকিং কাউন্টার, ব্যাগেজ, স্ক্যানার মেশিন চালাবার জন্য কোথায় কত কর্মী রাখতে হবে, সেসব ঠিক করার কাজ চলছে। প্ল্যাটফর্ম ও স্টেশনের সাইনেজগুলিকে আরও উন্নত করার কাজ চলছে। প্রসঙ্গত, এই তিনটি রুট উদ্বোধনের মাধ্যমে কলকাতা মেট্রো নেটওয়ার্কে যুক্ত হল আরও 11.45 কিমি লম্বা রুট। আর এই অংশের নির্মাণে খরচ হয়েছে প্রায় 6925 কোটি টাকা। এর ফলে দক্ষিণ 24 পরগনা , হাওড়া , হুগলি , মেদিনীপুরের মতো এলাকার মানুষজন কলকাতা ও শহরতলীর বিভিন্ন জায়গায় নির্ঝঞ্ঝাটে দ্রুত এবং অনেক কম খরচে পৌঁছে যাবেন ৷
আরও পড়ুন
1. 41 বছর পর ফের ইতিহাস, পাতালরেলে জুড়ল দুই পড়শি হাওড়া-কলকাতা
2. পাতালঘরের বৃত্তান্ত, জন্মের 41 বছর পর নদীর নীচে ছুটে ফের ইতিহাসের পথে কলকাতা মেট্রো
3. দেশে প্রথম নদীর নীচে ছুটল মেট্রো, কলকাতায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি; দেখুন সরাসরি