দেশে প্রথম নদীর নীচে ছুটল মেট্রো, কলকাতায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি; দেখুন সরাসরি

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 10:17 AM IST

Updated : Mar 6, 2024, 10:37 AM IST

thumbnail

আজ কলকাতা তথা রাজ্যের ইতিহাসে একটি স্মরণীয় দিন ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে 10 হাজার 442 কোটি টাকা ৷ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে চারটি স্টেশন রয়েছে, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন মেট্রো স্টেশন এবং হাওড়া ময়দান । দেশে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো পরিষেবা এটি এবং একই সঙ্গে মাটির সবচেয়ে গভীরে ৷ এই অংশটিকে সাবেকুইয়াস টানেল বলা হচ্ছে । সুড়ঙ্গটি 66 দিনের মধ্যে তৈরি করা হয়েছে । নদীর নীচের সুড়ঙ্গের দৈর্ঘ 520 মিটার । নদীবক্ষের 16 মিটার নীচে অবস্থিত এই সুড়ঙ্গ । সুড়ঙ্গের ভিতর দিয়ে প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে দৌড়বে মেট্রো । নদীর নিচের অংশ পারাপার করতে সময় লাগবে 45 সেকেন্ড ।

Last Updated : Mar 6, 2024, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.