ETV Bharat / state

সৈকত শহর দিঘায় তীব্র তাপপ্রবাহ, দক্ষিণে গরম কিছুটা কমলেও ফের ঊর্ধ্বমুখী হওয়ার আভাস - Bengal Weather Forecast

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 7:06 AM IST

West Bengal Weather Forecast: সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা সামান্য কমেছে ৷ তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি মিলেছে ৷ তবে এই সপ্তাহের শেষের দিকে ফের পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে বঙ্গোপসাগর উপকূলে পূর্ব মেদিনীপুরের দিঘায় চলছে তীব্র তাপপ্রবাহ ৷

West Bengal Weather Update
দক্ষিণবঙ্গে তাপমাত্রা সাময়িক কমেছে

কলকাতা, 23 এপ্রিল: তাপপ্রবাহের হাত থেকে আপাতত দক্ষিণবঙ্গ প্রায় মুক্ত, এমনটা বলা যায় ৷ পূর্ব মেদিনীপুরের দিঘায় তীব্র তাপপ্রবাহ ছাড়া ডায়মন্ডহারবার, হলদিয়া, পানাগড়ে তাপপ্রবাহ রয়েছে ৷ উপকূলের বাকি জেলাগুলিতে এখন গ্রীষ্মের চেনা প্যাচপ্যাচে গরম ৷ হাওয়া অফিস বলছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম হাওয়ার কারণেই দক্ষিণে পারদ চড়ছে ৷ চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই অবস্থা চলবে ৷ গত দু'দিনের তুলনায় সোমবার কলকাতায় কিছুটা কম গরম অনুভূত হয়েছে ঠিকই ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 5-7 দিনের মধ্যে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে ৷

পশ্চিম বর্ধমানের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল ৷ সেখান থেকে সোমবার তা 41.5 ডিগ্রিতে নেমে আসে ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি ৷ তীব্র না হলেও এদিন তাপপ্রবাহ অব্যাহত ছিল ৷ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2.6 বেশি ৷

তবে তীব্র তাপপ্রবাহ রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী দিঘায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 40.7 ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি ৷ তাপপ্রবাহের কবলে হলদিয়া ৷ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 39.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি বেশি ৷ গতকাল দক্ষিণবঙ্গে উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 41.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল ৷

দ্বিতীয় স্থানে মেদিনীপুর, সর্বোচ্চ তাপমাত্রা 41.7, যা স্বাভাবিকের চেয়ে 4.3 ডিগ্রি বেশি ৷ এরপর বাঁকুড়ায় স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি, সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ৷ এছাড়া নদিয়ার কৃষ্ণনগর 40.2 ডিগ্রি, পুরুলিয়া 40.3 ডিগ্রি, আসানসোল 39.4 ডিগ্রি, সিউড়িতে 41 ডিগ্রি ৷ দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷ মালদা ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি এবং 39.4 ডিগ্রি ছিল ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা- দু'টিই স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ছিল ৷ গত দু-তিন ধরে তাপপ্রবাহ ছিল দমদম, সল্টলেক এবং ব্যারাকপুরে গতকাল পারদ ফের স্বাভাবিকের কাছাকাছি নেমে এসেছে ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি ৷ সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি ৷ তীব্র তাপপ্রবাহের আওতায় থাকা ব্যারাকপুরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি বেশি ৷

সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি ৷ সর্বনিম্ন 29.6 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 80 ও 27 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. মঙ্গলে প্রেম জীবন তুঙ্গে কোন রাশির জাতক-জাতিকাদের, জানুন রাশিফলে
  3. পর্যাপ্ত কর্মী রয়েছে, চাকরি বাতিলে প্রভাব পড়বে না ভোটে; জানাল কমিশন

কলকাতা, 23 এপ্রিল: তাপপ্রবাহের হাত থেকে আপাতত দক্ষিণবঙ্গ প্রায় মুক্ত, এমনটা বলা যায় ৷ পূর্ব মেদিনীপুরের দিঘায় তীব্র তাপপ্রবাহ ছাড়া ডায়মন্ডহারবার, হলদিয়া, পানাগড়ে তাপপ্রবাহ রয়েছে ৷ উপকূলের বাকি জেলাগুলিতে এখন গ্রীষ্মের চেনা প্যাচপ্যাচে গরম ৷ হাওয়া অফিস বলছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম হাওয়ার কারণেই দক্ষিণে পারদ চড়ছে ৷ চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই অবস্থা চলবে ৷ গত দু'দিনের তুলনায় সোমবার কলকাতায় কিছুটা কম গরম অনুভূত হয়েছে ঠিকই ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 5-7 দিনের মধ্যে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে ৷

পশ্চিম বর্ধমানের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল ৷ সেখান থেকে সোমবার তা 41.5 ডিগ্রিতে নেমে আসে ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি ৷ তীব্র না হলেও এদিন তাপপ্রবাহ অব্যাহত ছিল ৷ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2.6 বেশি ৷

তবে তীব্র তাপপ্রবাহ রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী দিঘায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 40.7 ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি ৷ তাপপ্রবাহের কবলে হলদিয়া ৷ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 39.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি বেশি ৷ গতকাল দক্ষিণবঙ্গে উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 41.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল ৷

দ্বিতীয় স্থানে মেদিনীপুর, সর্বোচ্চ তাপমাত্রা 41.7, যা স্বাভাবিকের চেয়ে 4.3 ডিগ্রি বেশি ৷ এরপর বাঁকুড়ায় স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি, সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ৷ এছাড়া নদিয়ার কৃষ্ণনগর 40.2 ডিগ্রি, পুরুলিয়া 40.3 ডিগ্রি, আসানসোল 39.4 ডিগ্রি, সিউড়িতে 41 ডিগ্রি ৷ দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷ মালদা ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি এবং 39.4 ডিগ্রি ছিল ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা- দু'টিই স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ছিল ৷ গত দু-তিন ধরে তাপপ্রবাহ ছিল দমদম, সল্টলেক এবং ব্যারাকপুরে গতকাল পারদ ফের স্বাভাবিকের কাছাকাছি নেমে এসেছে ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি ৷ সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি ৷ তীব্র তাপপ্রবাহের আওতায় থাকা ব্যারাকপুরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি বেশি ৷

সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি ৷ সর্বনিম্ন 29.6 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 80 ও 27 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. মঙ্গলে প্রেম জীবন তুঙ্গে কোন রাশির জাতক-জাতিকাদের, জানুন রাশিফলে
  3. পর্যাপ্ত কর্মী রয়েছে, চাকরি বাতিলে প্রভাব পড়বে না ভোটে; জানাল কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.