ETV Bharat / state

এবার বউবাজার, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির দেওয়াল - Bowbazar Wall Collapses

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 12:29 PM IST

Updated : Apr 2, 2024, 4:30 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Bowbazar Wall Collapses: বউবাজারে ফিরল গার্ডেনরিচের আতঙ্ক ৷ আজ সকালে সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরনো একটি বাড়ির দেওয়ালের একাংশ ৷

দেওয়াল ভেঙে পড়ল বউবাজারে

কলকাতা, 2 এপ্রিল: গার্ডেনরিচ, বিরাটি, চেতলার পর এ বার বউবাজার ৷ আজ সকালে আচমকা বউবাজারের একটি পুরনো বাড়ির দেওয়াল ভেঙে পড়ল । তিন তলা বাড়ির দুটো তলায় ফাটলও ধরেছে । এর ফলে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলকাায় ৷

আশংকা ছিল অনেক দিনের, সেটাই সত্যি হল আজ সকালে । বৌবাজার এলাকার 48 নম্বর ওয়ার্ডে রামকানাই অধিকারী লেনে রয়েছে কয়েকশো বছরের পুরনো এই বাড়ি । এর পাশের লাগোয়া বাড়িটি ভেঙে প্রোমোটিং হচ্ছিল । সেই কাজ করতে গিয়েই বিপর্যয় । সকালে পুরনো তিনতলা বাড়ির দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা । বিকট শব্দ ও কম্পনে আতঙ্ক ছড়ায় আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে ।

অনেক দিন আগেই বাড়ির লোকজন আশংকা প্রকাশ করে কাউন্সিলরের কাছে ও থানায় অভিযোগ জানিয়েছিলেন । প্রোমোটারকে এই নিয়ে আলোচনায় বসতে বললেও তিনি বসেননি বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল না । তবে কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, বাড়ি বানানোর অনেক নিয়ম আছে ভাঙার কোনও নির্দিষ্ট নিয়ম নেই । সেটা করা দরকার ৷

Bowbazar Wall Collapses
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়ির দেওয়াল

দেওয়াল ভেঙে পড়া বাড়ির বাসিন্দা মালা পাত্র বলেন, "রান্না করছিলাম । হঠাৎ বিকট শব্দ ৷ আশপাশ কেঁপে ওঠায় ভয়ে পেয়ে যাই । চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছিল । পুরনো সব বাড়ির গা লাগোয়া বাড়ি ভেঙে প্রোমোটিং হচ্ছে । শুরু থেকেই আমরা আশংকা করছিলাম এমন কিছু বিপদের । বলেছিলাম কাউন্সিলর ও পুলিশকে । প্রোমোটার আলোচনায় বসতে বলেছিলেন, তিনি বসেননি ।"

সৌগত পাত্রের কথায়, "বড় চাঙর ভেঙে পড়ে বাইকে । চিৎকার করতেই বাড়ি ভাঙার কাজে যুক্ত লোকজন বলেন, আমরা বট গাছ তুলছি, কিছু হবে না । তার কিছু সময় পরেই মুহূর্তে ভেঙে পড়ে দেওয়াল । দোতলা ও তিনতলায় বড় ফাটল ধরেছে । পাশে যে বাড়ি হচ্ছে, প্রোমোটারকে বহুবার সমস্যার কথা বললেও তিনি তোয়াক্কা করেননি । প্রোমোটার ওয়াসিম খান যা ইচ্ছে তাই করে চলেছেন ।"

কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "ফাঁকা জায়গায় নির্মাণ এক বিষয় । উত্তর কলকাতার গা লাগোয়া বাড়ি ভেঙে নির্মাণ আর একটা বিষয় । ভাঙতে গিয়েই একটা অংশ ভেঙে পড়ে । প্রোমোটারকে সচেতন থেকে কাজ করতে বলা হয়েছিল । দুর্ঘটনা বলে আসে না । বাড়ি তৈরির নিয়ম আছে, কিন্তু ভাঙতে গেলে কী নিয়ম সেটা কারও জানা নেই । এক-একটা ঘটনা ঘটলে জটিলতা তৈরি হয় । ভাঙার ক্ষেত্রে কিছু নিয়ম করা দরকার ৷"

উল্লেখ্য, গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার কয়েকদিনের মধ্যেই বিরাটিতেও একটি বহুতল ভেঙে পড়ে ৷ এরপর স্বয়ং মেয়রের ওয়ার্ডে চেতলায় ভেঙে পড়ে একটি বাড়ির বারান্দার কার্নিশ ৷ এই সব ঘটনায় বেআইনি নির্মাণ নিয়ে চর্চা চলছে মহানগরীতে ৷ তার রেশ কাটতে না কাটতেই আজ বউবাজারে দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটল ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচকাণ্ডে লালবাজারের জালে রাজমিস্ত্রি রিপন
  2. খোদ ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ, আতঙ্ক চেতলায়
  3. গার্ডেনরিচের পর বিরাটি, কাউন্সিলরের অফিসের কাছেই নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
Last Updated :Apr 2, 2024, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.