ETV Bharat / state

বিশ্বভারতীর আঙ্গিকে শান্তিনিকেতনে বসন্তোৎসব, পা মেলালেন আট থেকে আশি - Santiniketan Basanta Utsav 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 1:42 PM IST

Etv Bharat
Etv Bharat

Santiniketan Dol Utsav 2024: সকাল হতেই দোলের দিনে চেনা ছন্দে শান্তিনিকেতন ৷ রাস্তায় রাস্তায় প্রভাতফেরি ৷ নাচে গানে গৃহবাসীকে দ্বার খোলার আহ্বান ৷ তাতে সামিল হয়েছে ছোট থেকে বড়রা ৷ পা মেলালেন বিদেশি পর্যটকরাও ৷

শান্তিনিকেতনে দোল উৎসব

বোলপুর, 25 মার্চ: বিশ্বভারতী বসন্তোৎসব না করলেও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় রঙের উৎসবে মাতলেন মানুষজন ৷ প্রভাত ফেরি দিয়ে শুরু হয় দোলের সকাল ৷ এরপর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছোটখাটো অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ তাতেই সামিল হন ছোট থেকে বড় সকলে ৷ পিছিয়ে ছিলেন না বিদেশি পর্যটকরাও ৷ তাঁরাও পা মেলান প্রভাতফেরিতে ৷ ওয়ার্ডভিত্তিক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন শান্তিনিকেতনের পাশাপাশি এদিন সোনাঝুরি জঙ্গল থেকে শুরু করে রতনপল্লী, জাম্বুনীতে বিশ্বভারতীর আঙ্গিকে বসন্তোৎসব ও আবির খেলায় মাতেন সকলে ।

2019 সালে শেষবার শান্তিনিকেতনের আশ্রম মাঠে বসন্তোৎসব হয়েছিল । তবে প্রশাসনিক গাফিলতির জন্য চরম বিশৃঙ্খলা হয়েছিল সেবার । উপচে পড়া ভিড়ে ক্ষতি হয়েছিল বিশ্বভারতীর ভাস্কর্য ও ভবনগুলির । এরপর 2020 ও 21 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী এই উৎসব ৷ 2022 ও 23 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'বসন্ত তাণ্ডব' চাই না বলে উৎসব বন্ধ করে দেন ৷ তিনি চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক আসায় সকলেই মনে করেছিলেন উপাচার্য বদলের পর এবার হয় তো শৃঙ্খলাবদ্ধভাবে বসন্তোৎসব হবে ৷

কিন্তু, এবারও বিশ্বভারতী ঐতিহ্যবাহী বসন্তোৎসব করল না । কেন উৎসব হচ্ছে না, তা নিয়ে কোনও বিবৃতি দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল, রতনপল্লী, জাম্বুনীতে বিশ্বভারতীর আঙ্গিকে বসন্তোৎসব উৎযাপিত হল ৷ মানুষের ঢল সেখানেই ৷ দুধের স্বাদ ঘোলে মেটানো হলেও পর্যটকেরা নিরাশ হয়নি ৷ 'খোল দ্বার খোল...' থেকে 'রাঙিয়ে দিয়ে যাও...' গানে গানে আবির খেলায় মাতলেন সকলে ৷

আরও পড়ুন :

  1. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
  2. ঘরোয়া ভেষজ আবিরে খেলুন হোলি, তৈরির পদ্ধতি জানাচ্ছে ইটিভি ভারত
  3. তেল না ময়শ্চরাইজার, ত্বক আগলাতে রঙের আগে মাখবেন কোনটি ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.