ETV Bharat / state

নিশীথ প্রামাণিকের গড়ে ধুন্ধুমার, প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ - Lok Sabha Elections

Udayan Guha in trouble at Nishit Pramanik den: নিশীথ প্রামাণিকের গড়ে তৃণমূলের প্রচার ঘিরে ধুন্ধুমার বাঁধল ৷ প্রচার করতে গিয়ে বিপাকে পড়ল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 7:23 PM IST

ETV BHARAT
ETV BHARAT
নিশীথ প্রামাণিকের গড়ে প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ

কোচবিহার, 21 মার্চ: নিশীথ প্রামাণিকের গড়ে প্রচার চালাতে গিয়ে বিপাকে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । বৃহস্পতিবার ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গেলে ধুন্ধুমার কাণ্ড বাঁধে । বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ।

বিজেপি কর্মী সমর্থকরা যেখানে বিক্ষোভ দেখান তার থেকে 50 মিটার দূরত্বে কর্মীদের নিয়ে বসেছিলেন মন্ত্রী উদয়ন গুহ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । বিজেপির অভিযোগ, ভেটাগুড়িতে মন্ত্রী ও তাঁর দলের কর্মী সমর্থকরা প্রচার করতে গিয়ে একটি কল ভেঙে দিয়েছে ।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ তাদের প্রচার করতে বাধা দিয়েছে বিজেপি ৷ এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমরা যদি প্রচার করতে না দিই তাহলে ভালো হবে ! বিজেপি প্রচার করে বেড়াচ্ছে যে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রচারের সময় একটি টিউবওয়েল ভেঙে দিয়েছে ৷ তবে এমন কোনও ঘটনা ঘটেনি । ওরা মিথ্যে কথা বলছে ৷"

বিজেপির অভিযোগ, ভেটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে শাসকদল । দলের কর্মী সমর্থকরা বলেন, এর আগে, নিশীথ প্রামাণিকের পোস্টার ছেড়া হয়েছে । তার প্রতিবাদেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা ৷

আরও পড়ুন:

  1. দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
  2. নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
  3. নিশীথ প্রামাণিককে না-হারানো পর্যন্ত মাছ খাবেন না, প্রতিজ্ঞা রবীন্দ্রনাথ ঘোষের

নিশীথ প্রামাণিকের গড়ে প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ

কোচবিহার, 21 মার্চ: নিশীথ প্রামাণিকের গড়ে প্রচার চালাতে গিয়ে বিপাকে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । বৃহস্পতিবার ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গেলে ধুন্ধুমার কাণ্ড বাঁধে । বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ।

বিজেপি কর্মী সমর্থকরা যেখানে বিক্ষোভ দেখান তার থেকে 50 মিটার দূরত্বে কর্মীদের নিয়ে বসেছিলেন মন্ত্রী উদয়ন গুহ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । বিজেপির অভিযোগ, ভেটাগুড়িতে মন্ত্রী ও তাঁর দলের কর্মী সমর্থকরা প্রচার করতে গিয়ে একটি কল ভেঙে দিয়েছে ।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ তাদের প্রচার করতে বাধা দিয়েছে বিজেপি ৷ এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমরা যদি প্রচার করতে না দিই তাহলে ভালো হবে ! বিজেপি প্রচার করে বেড়াচ্ছে যে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রচারের সময় একটি টিউবওয়েল ভেঙে দিয়েছে ৷ তবে এমন কোনও ঘটনা ঘটেনি । ওরা মিথ্যে কথা বলছে ৷"

বিজেপির অভিযোগ, ভেটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে শাসকদল । দলের কর্মী সমর্থকরা বলেন, এর আগে, নিশীথ প্রামাণিকের পোস্টার ছেড়া হয়েছে । তার প্রতিবাদেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা ৷

আরও পড়ুন:

  1. দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
  2. নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
  3. নিশীথ প্রামাণিককে না-হারানো পর্যন্ত মাছ খাবেন না, প্রতিজ্ঞা রবীন্দ্রনাথ ঘোষের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.